বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণের এবারের আসরে চারটি দল অংশ নেয়। প্রতিটি দলেই একজন করে লেগ স্পিনার ছিলেন। কমপক্ষে একটি করে ম্যাচে তাদেরকে একাদশে খেলানোর ব্যাপারেও বিসিবির পক্ষ থেকে নির্দেশনা ছিল।
বিসিএলে লেগ স্পিনার হিসেবে উত্তরাঞ্চলে আমিনুল ইসলাম, দক্ষিণাঞ্চলে ওয়াসি সিদ্দিক, মধ্যাঞ্চলে জিহাদুল হক জিহাদ ও পূর্বাঞ্চলে মেহেদি হাসান সোহাগ ছিলেন স্কোয়াডে। যদিও কেউই নজর কাড়ার মতো পারফরম্যান্স করতে পারেননি।
অংশগ্রহণকারী প্রতিটি দলে লেগ স্পিনার বাধ্যতামূলক করার কারণ ব্যাখ্যা করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি মনে করেন, লেগ স্পিনার তৈরি করা কঠিন কাজ। এজন্য তাদের পর্যাপ্ত ম্যাচ খেলার ব্যবস্থা করে দিতে হবে।
বাশার বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একজন লেগ স্পিনারের খোঁজ করছি। আমি মনে করি, শুধু অনুশীলন করে লেগ স্পিনার তৈরি করা কঠিন। লেগ স্পিনার তৈরি করতে হলে ম্যাচ খেলাতে হবে। সেজন্য আমরা একটা ম্যাচে লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করেছিলাম।’
তিনি আরো বলেন, ‘আমি কক্সবাজারে যে ম্যাচগুলো দেখেছি সেখানে আমার কাছে ভালোই মনে হয়েছে। তাদের যদি খেলানোর সুযোগ দেই এবং যথাযথ ব্যবহার করি তাহলে ভালো করবে। লেগ স্পিনারদের বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করাটা খুব গুরুত্বপূর্ণ।’
লেগ স্পিনাররা নিয়মিত্ত সুযোগ পেলে ম্যাচে প্রভাব রাখতে পারবে বলে মনে করেন বাশার। বিসিবির এই নির্বাচক বলেন, ‘আমার মনে হয় তারা যদি নিয়মিত খেলার সুযোগ পায় তাহলে ম্যাচে প্রভাব ফেলতে পারে। তারা যদি নিয়মিত সুযোগ পায়, তাদেরকে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে দেখতে পারব।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :