AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টাঙ্গাইলে অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৪৮ পিএম, ১ জানুয়ারি, ২০২৪
টাঙ্গাইলে  অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু

টাঙ্গাইল স্টেডিয়ামে শুরু হলো মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প। সকালে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ওলিউজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্ন কর্মকর্তা এবং জেলার সাবেক ফুটবলাররা।

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাসব্যাপী আবাসিক প্রশিক্ষণের আয়োজন করে টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিস। প্রশিক্ষণের বাছাইয়ের জন্য অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ পায় তৃণমূলের খেলোয়াড়রা। এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয় অভিভাবকদের মাঝেও। বাছাইয়ে অংশ নিতে মাঠে উপস্থিত হয় ২৫৪ জন খেলোয়াড়। দিনব্যাপী বিভিন্ন বাছাইপ্রক্রিয়া শেষে চূড়ান্ত বাছাইয়ে সুযোগ পায় ৩৫ জন খেলোয়াড়। 

বাছাইকৃত এই খেলোয়াড়দের মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রতিভাবান ৪ জন খেলোয়াড়কে ডেভেলপমেন্ট কাপ ‍ফুটবল টুর্নামেন্ট ঢাকা বিভাগীয় দলের বাছাইয়ে অংশ নেয়ার সুযোগ করে দেয়া হবে। এই প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
 
একুশে সংবাদ/এস কে 

Shwapno
Link copied!