নিউজিল্যান্ডের মাটিতে দারুণ দুটি ইতিহাস গড়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ হাতছাড়া হলেও তৃতীয় ও শেষ ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো তুলে নেয় তাদের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে জয়।
সেটি ছিল এক ইতিহাস। পরে আরেকটি ইতিহাস গড়ে নাজমুল হোসেন শান্তর দল। নেপিয়ারে ওয়ানডে জয়ের পর সিরিজের প্রথম টি-২০তেও ঐতিহাসিক জয় তুলে নেয় টাইগাররা। সুযোগ ছিল নতুন আরেক ইতিহাস গড়ার। তবে দ্বিতীয় টি-২০ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর তৃতীয় ম্যাচে হেরে যায় শান্তর দল।
অবশ্য টি-২০ সিরিজে সমতা নিয়েই শেষ করেছে বাংলাদেশ। সবমিলিয়ে দারুণ সফল নিউজিল্যান্ড সফর। বিরূপ কন্ডিশনে এর আগে কখনই এত বড় সাফল্য পায়নি বাংলাদেশ। ইতিহাস গড়া দলটি দেশে ফিরেছে গতকাল রাতে।
সোমবার (১ জানুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে রাজধানীতে পা রাখে টিম বাংলাদেশ। তবে দলের সঙ্গে ফেরেননি বিদেশি কোচরা। তারা নিজ নিজ দেশে ছুটিতে চলে গেছেন। অন্যদিকে কিছুদিন ছুটি কাটাবেন ক্রিকেটাররা। এরপর ব্যস্ত হয়ে পড়বেন বিপিএলের জন্য।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :