আবুধাবি টি-টেন লিগের এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। ফ্র্যাঞ্চাইজিটির মালিক সাগর খান্না দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শিরোপা জয়ের পর খেলোয়াড়দেরও প্রশংসা করেছেন তিনি। সেই সঙ্গে সামনে আরো ভালো করার প্রত্যাশাও ব্যক্ত করেছেন খান্না।
ফাইনালে ডেকান গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৭ উইকেটের দুর্দান্ত জয় পায় নিউ ইয়র্ক। সেই সঙ্গে নিশ্চিত করে নিজেদের প্রথম শিরোপা। ম্যাচে ৩৮ রানে নিরোশান ডিকওয়ালার উইকেট হারিয়েছিল নিউ ইয়র্ক। এরপর বাকি কাজটা অনায়াসে সেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আসিফ আলি ও অধিনায়ক কাইরন পোলার্ড।
খেলোয়াড়দের প্রশংসা করে খান্না বলেন, ‘এই জয় আমাদের খেলোয়াড়দের প্রতিশ্রুতি, পরিশ্রম এবং অসাধারণ দক্ষতার প্রমাণ দেয়। এটি একটি সম্মিলিত প্রচেষ্টার ফসল। খেলোয়াড়দের ডেডিকেশনই নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের শক্তি, এগিয়ে যাওয়ার পেছনে এটাই কারণ।’
ফাইনাল ম্যাচের টার্নিং পয়েন্ট পোলার্ড ও আসিফ আলীর জুটি। এই বিষয়ে খান্না বলেন, ‘আসিফ এবং পোলার্ডের মধ্যে দুর্দান্ত এই জুটি আমাদের খেলোয়াড়দের এক সঙ্গে লড়াই করার দক্ষতার উদাহরণ। এই সম্মিলিত প্রচেষ্টা একটি জয়ী দল গঠনের ক্ষেত্রে বেশ ভূমিকা রাখে। এটিই আমাদের কৌশলগত প্রক্রিয়া তুলে ধরে।’
তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত যে আবুধাবি টি-টেনের এই সাফল্য আরও ভালো করার ক্ষেত্রে এবং বিশ্বব্যাপী নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের অবস্থানকে দৃঢ় ও মজবুত করতে বেশ ভালো ভূমিকা পালন করবে। আমি নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের প্রতিটি সদস্যকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :