ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে ভিন্ন এক লড়াই চালিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। গাজা উপত্যকায় নির্যাতিত মানুষদের সমর্থনে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে জুতায় ‘শান্তির’ বার্তা নিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু আইসিসির বাধায় সেটি করতে পারেননি। পরে প্রতিবাদের ভিন্ন কৌশল অবলম্বন করে নিজের হাতে কালো আর্মব্রান্ড পরে খেলতে নেমেছেন এই অজি ওপেনার।
খাজার এই কৌশলেও আইসিসির মাথাব্যথা! বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিষেধ অমান্য করে শেষ পর্যন্ত আইন ভঙ্গের অভিযোগে তিরস্কারের শিকার হয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মেলবোর্নে আইসিসির নিষেধাজ্ঞার কারণে আর্মব্রান্ড পরতে পারেননি খাজা। কিন্তু নিজের ব্যাটে শান্তির প্রতিক হিসেবে ‘ঘুঘুর মুখে জলপাই পাতা’ নিয়ে খেলতে চেয়েছেন তিনি। কিন্তু আইসিসির বাধায় সেটিও করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত জুতায় নিজের দুই মেয়ে আয়েশা ও আলিশার নাম লিখে খেলতে নেমেছেন এ বাঁ-হাতি ব্যাটার।
আইসিসির শাস্তির হুমকির মুখেও নিজের প্রতিবাদী অবস্থান থেকে সরে আসেননি উসমান খাজা। বরং ভিন্ন কৌশলে অন্যায়ের প্রতিবাদ করে গেছেন তিনি। যে কারণে খাজার সাহসের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেসে।
সোমবার ইংরেজি নতুন বছরের প্রথম দিনে খাজার প্রশংসা করে বিবৃতি দেন আলবানেসে। তিনি বলেন, ‘আমি খাজাকে তার সাহসের জন্য অভিনন্দন জানাতে চাই। তিনি মানবিক মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি সাহস দেখিয়েছেন। তার এমন কাজে দলের সমর্থন পাওয়াটা একটি দারুণ ব্যাপার।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :