AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্র্যাডম্যানের পর অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার হতে যাচ্ছেন কামিন্স: ভন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:১৭ পিএম, ৪ জানুয়ারি, ২০২৪
ব্র্যাডম্যানের পর অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার হতে যাচ্ছেন কামিন্স: ভন

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের মতে, কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের পর অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার হতে যাচ্ছেন বর্তমান টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক প্যাট কামিন্স।

কামিন্সের দুর্দান্ত  নেতৃত্বে গেল বছর স্বাগতিক ভারতকে হারিয়ে  ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয় করে অস্ট্রেলিয়া।  বল হাতেও ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচ টেস্ট সিরিজের ৫ ইনিংসে ১৮ উইকেট নিয়েছেন কামিন্স। এরমধ্যে টানা তিন ইনিংসে ৫টি করে উইকেটও শিকার করেন এই ডান-হাতি পেসার।

সাম্প্রতিক সময় কামিন্সের এমন দুর্দান্ত পারফরমেন্সের প্রশংসা করেছেন ভন। ফক্স ক্রিকেটকে ভন বলেন, ‘আমি ডিকে লিলিকে (ডেনিস লিলি) অল্প সময়ের জন্য দেখেছি, কিন্তু আমার মনে হয় তাকেও পেছনে ফেলবেন কামিন্স।’

ভন বলেন, অধিনায়ক কামিন্সের বয়স এখন মাত্র ৩০ বছর। অন্তত আরও পাঁচ থেকে সাত বছর খেলবেন তিনি। আগামী কয়েক বছরের মধ্যে ব্র্যাডম্যানের পর অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার হয়ে উঠবেন কামিন্স।

ভন বলেন, ‘আমি মনে করি না কখনও স্যার ব্র্যাডম্যানকে টপকে যাবে সে। তবে আমার মতে  স্যার ডনের পরই অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার হতে যাচ্ছেন কামিন্স। আমি সত্যিই মনে করি, সে ভালো। দুর্দান্ত বোলার এবং তার অধিনায়কত্বও ভালো। এখনও তার পাঁচ-সাত বছর খেলা বাকি আছে।’

গত বছর অধিনায়ক হিসেবে শুধুমাত্র ওয়ানডে ট্রফিই নন, বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতেছেন কামিন্স। এজন্য গেল বছরটি অধিনায়ক কামিন্সের বছর হিসেবেই বিবেচিত হবে।  

গেল মাসে হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামেও ইতিহাস গড়েন কামিন্স। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২০ কোটি ৫০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ দলে নাম লিখিয়েছেন তিনি।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরুর পর অস্ট্রেলিয়ার হয়ে ৫৮ টেস্টে ২৫৭, ৮৮ ওয়ানডেতে ১৪১ ও ৫০টি টি-টোয়েন্টিতে ৫৫ উইকেট শিকার করেছেন কামিন্স। ব্যাট হাতেও দলের প্রয়োজনে অবদান রাখতে পটু তিনি। তিন ফরম্যাট মিলিয়ে ১৬১ ইনিংসে ১৭৪৬ রান করেছেন ৩০ বছর বয়সী কামিন্স।

 একুশে সংবাদ/এস কে 

Link copied!