AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতকে টপকে শীর্ষে অস্ট্রেলিয়া


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:০৯ পিএম, ৫ জানুয়ারি, ২০২৪
ভারতকে টপকে শীর্ষে অস্ট্রেলিয়া

গত বছরের শেষটা হয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন হয়ে। নতুন বছরেও সেই ছাপ রাখল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নতুন বছরের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে অজিরা। আর তাতে টিম ইন্ডিয়াকে টপকে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে প্যাট কামিন্সের দল।

র‍্যাংকিংয়ের এই উত্থান শুধু পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার কারণেই নয়, গত বছর ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। সেই থেকেই র‍্যাংকিংয়ের শীর্ষস্থান নিয়ে ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল অজিদের।  

সাদা পোশাকের ক্রিকেটে গত বছরটা ভালো কেটেছে ভারতের। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারলেও পুরো বছর ধারাবাহিক পারফরম্যান্সের কারণে শীর্ষে থেকে বছর শেষ করেছিল রোহিত শর্মার দল।

শুধু টেস্ট নয়, বড় কোনো শিরোপা না জিতলেও বছর শেষে সব ফরম্যাটেই শীর্ষে ছিল ভারত। কিন্তু তারা এতদিন শীর্ষে থাকলেও ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলেছে অস্ট্রেলিয়া।

সাদা পোশাকের ক্রিকেটে দুই দলের রেটিং পয়েন্টও ছিল সমান ১১৮ করে। তবে পয়েন্টে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ছিল ভারত। কিন্তু সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ ১-১ ড্র করে পিছিয়ে পড়ে রোহিতবাহিনী।

অন্যদিকে পাকিস্তানকে দুই টেস্ট হারিয়ে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর নতুন বছরের শুরুতে আরো এক জয় মিলিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় তারা। তবে তাদের রেটিং পয়েন্ট এখনও সেই ১১৮-ই আছে। কিন্তু ভারতের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৭-তে। তার মানে মাত্র এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে অজিরা।

র‍্যাংকিংয়ের বাকি স্থানগুলো অপরিবর্তিত রয়েছে। আগের মতোই ১০৬ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে দক্ষিণ আফ্রিকা। এরপরের স্থানগুলোতে আছে যথাক্রমে- নিউজিল্যান্ড (৯৫), পাকিস্তান (৯২), শ্রীলংকা (৭৯), ওয়েস্ট ইন্ডিজ (৭৭), বাংলাদেশ (৫১), জিম্বাবুয়ে (৩২), আফগানিস্তান (১০) ও আয়ারল্যান্ড (০)।
 

একুশে সংবাদ/এস কে

Shwapno
Link copied!