হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আগামী সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিতব্য স্প্যানিশ সুপার কাপে খেলতে পারবেন না বার্সেলোনার ডিফেন্ডার হুয়াও ক্যান্সেলো।
বৃহস্পতিবার লা লিগায় লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলে পরাজয়ের ম্যাচটিতে ক্যান্সেলো ইনজুরিতে পড়ে ১১ মিনিটে মাঠ ছাড়েন। স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দুই থেকে তিন সপ্তাহের জন্য ক্যান্সেলোকে মাঠের বাইরে থাকতে হবে।
২৯ বছর বয়সী পর্তুগীজ এই ফুলব্যাক বার্সেলোনার ইনজুরির তালিকা দীর্ঘ করেছে। ইতোমধ্যেই ইনজুরির কারনে মাঠের বাইরে রয়েছেন গাভি, মার্ক-আন্দ্রে টার স্টেগান ও মার্কোস আলনসো।
রোববার কোপা ডেল রে’তে চতুর্থ টায়ারের দল বারবাস্ট্রো সফরে যাবে বার্সেলোনা। এরপর আগামী সপ্তাহে স্প্যানিশ সুপার কাপ খেলতে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হবে। বৃহস্পতিবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ওসাসুনা। আরেক সেমিফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদ ও এ্যাথলেটিকো মাদ্রিদ।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :