আগস্টে বার্নালির বিপক্ষে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই হ্যামস্ট্রিং ইনজুরির কারনে সাইডলাইনে চলে গিয়েছিলেন ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ মিডফিল্ডার ডি ব্রুইনা। চ্যাম্পিয়নশীপে ধুকতে থাকা হাডার্সফিল্ডের বিপক্ষে ইতিহাদ স্টেডিয়ামে শেষ পর্যন্ত বদলী হিসেবে ডি ব্রুইনা ৫৭ মিনিটে খেলতে নামেন।
ফিল ফোডেন ও জুলিয়ান আলভারেজের চার মিনিটের ব্যবধানে দুই গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে লিড নিয়েছিল সিটিজেনরা। দ্বিতীয়ার্ধে বেন জ্যাকসনের আত্মঘাতি গোল, ফোডেনের দ্বিতীয় গোলের পর জেরেমি ডকুর স্ট্রাইকে বড় জয় পায় পেপ গার্দিওলার দল। ডকুর শেষ গোলটিতে সহযোগিতা করেছেন ডি ব্রুইনা। তার লফটেড পাসে ডকু কোন ভুল করেননি। মধ্যমাঠে ডি ব্রুইনার অসাধারণ নৈপুন্য এতদিন দারুন মিস করেছে সিটি। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের শিরোপা ধরে রাখার পিছনে ডি ব্রুইনার অবদান নি:সন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
গার্দিওলা বলেছেন, ‘তাকে ফিরে পেয়ে আমরা দারুনভাবে খুশী। কারন কেভিন আমাদের ম্যাচ জয় করতে সহযোগিতা করে। কেভিন সত্যিই ব্যতিক্রম, সে অনন্য।’
কেনিলওয়ার্থ রোডে তৃতীয় টায়ারের দল বোল্টনের সাথে গোলশুন্য ড্র করেছে প্রিমিয়ার লিগে ধুকতে থাকা লুটন।
লিগ ওয়ানের প্রতিপক্ষ ব্ল্যাকপুলের সাথে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে নুনো এস্পিরিতো সান্তোর নটিংহ্যাম ফরেস্ট।
লন্ডন স্টেডিয়ামে দ্বিতীয় টায়ারের ব্রিস্টল সিটির সাথে ১-১ গোলে ড্র করতে বাধ্য হয়েছে ওয়েস্ট হ্যাম।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :