প্রায় এক বছর আগে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন বার্সেলোনার স্প্যানিশ তারকা জেরার্ড পিকে। বুট জোড়া তুলে রাখার পর থেকেই ফুটবল থেকে দূরে তিনি। তবে এই দূরত্ব মোটেও ভালো লাগছে না তার। আর এজন্য শিগগিরই ফুটবলে ফিরতে চান সাবেক তারকা এ ফুটবলার।
এবার ফুটবলার হিসেবে না, কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন পিকে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
পিকে লেখেন, ‘নতুন বছর। অনেক ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিয়েছি আবার ফুটবলে ফিরব। এবার খেলোয়াড় হিসেবে না, কোচ হিসেবে। এ বিষয়ে সপ্তাহের শেষে বিস্তারিত জানাব।’
জাতীয় দল থেকে আগেই অবসর নিয়েছিলেন পিকে। ২০২২ সালের ৩ নভেম্বর সব ধরনের ফুটবল থেকে অবসর ঘোষণা করেন। ৫ নভেম্বর বার্সেলোনার হয়ে শেষ ম্যাচটি খেলেন তিনি।
কাতালান ক্লাবটির হয়ে প্রায় দেড় দশকে পিকে খেলেছেন ৬১৬ ম্যাচ। গোল করেছেন ৫৩টি। তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, আটটি লা লিগা, সাতটি কোপা দেল রেসহ জিতেছেন মোট ৩০টি শিরোপা।
প্রসঙ্গত, ২০০৪ সাল পর্যন্ত বার্সেলোনার একাডেমিতে (লা মাসিয়া) খেলেন পিকে। এরপর তিনি যোগ দেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে। ওল্ড ট্র্যাফোর্ডে চার বছরের অধ্যায়ে একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও কমিউনিটি শিল্ড জয়ের স্বাদ পান তিনি। ২০০৮ সালে ফেরেন ক্যাম্প ন্যুতে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :