আগামীকাল থেকে শুরু হচ্ছে এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর এশিয়ান কাপ। কাতারে এবারের আসর অনুষ্ঠিত হবে। তৃতীয়বার আসরটির স্বাগতিক তারা। সফলভাবে বিশ্বকাপ আয়োজন করায় কাতারের এই টুর্নামেন্টকে ঘিরে এশিয়া ও বিশ্ববাসীর আগ্রহ বাড়ছে। মাসব্যাপি আসরের ফাইনাল ১০ ফেব্রুয়ারি।
ঠিক তের মাস আগে যেখানে শেষ হয়েছিল বিশ্বকাপ, সেই লুসাইল স্টেডিয়ামে শুক্রবার কাতার-লেবানন ম্যাচ দিয়ে এশিয়ান কাপ শুরু হবে। এক মাসের ফুটবল উৎসবে মাতবে এশিয়ার শীর্ষ ২৪ দেশ। স্থানীয় একজন বলেন, আশা করি সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অনেকেই আবারও এখানে ফুটবলকে কেন্দ্র করে জমায়েত হবে।
আরেকজন বলেন, অনেকেই হয়তো কাতার কোথায় জানত না। কিন্তু বিশ্বকাপ আয়োজন করে তারা পুরো বিশ্বে নিজেদের অবস্থান তৈরি করেছে। এশিয়ান কাপও তাকে এগিয়ে নেবে। এশিয়ার অন্য দেশ থেকে অনেক লোক এখানে আসবে।
পর্যটকদের ঢল সামাল দিতে বিশ্বকাপের সময় প্রবর্তিত হায়া কার্ডের মেয়াদ আরো বাড়ানো হয়েছে। আগ্রহীদের তালিকায় সবচেয়ে এগিয়ে প্রতিবেশি সৌদি আরব। সেটা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়ে দারুণ শুরু করায়, আগামী ২০২৭ এশিয়ান কাপ আর ২০৩৪ বিশ্বকাপের স্বাগতিক হওয়ায়।
কাতারি স্পোর্টস চ্যানেল বেইন স্পোর্টস তিনটি চ্যানেল নামকরণ করেছে টুর্নামেন্টের নামে। বেইন স্পোর্টস এশিয়ান কাপ ওয়ান, টু ও থ্রি। প্রথম দুটি আরবি আর শেষটিতে ইংরেজি ধারাভাষ্য দেয়া হবে। এছাড়া বেইন স্পোর্টস নিউজও ১৬ ঘন্টা সরাসরি সম্প্রচার করবে প্রতিদিন।
মাঠের পারফরম্যান্সে স্বাগতিকদের আগ্রহই গতিপথ ঠিক করবে টুর্নামেন্ট ঘিরে কাতারিদের আগ্রহের। তারাই যে বর্তমান চ্যাম্পিয়ন। এছাড়াও শিরোপার লড়াইয়ে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ইরাক।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :