বছরের শুরুতেই ‘এল ক্লাসিকোর’ স্বাদ পেতে যাচ্ছে ফুটবল প্রেমীরা। রিয়াল মাদ্রিদের পর স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পা রেখেছে বার্সেলোনাও।
শিরোপার লড়াইয়ে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রোববার (১৪ জানুয়ারি) মুখোমুখি হবে সৌদি আরবের রাজধানী রিয়াদের আল আওয়াল স্টেডিয়ামে।
ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় প্রতিদ্বন্দ্বিতা ‘এল ক্লাসিকো’। মানে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার লড়াই। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এ দুই দলের লড়াই দেখার জন্য সব সময় মুখিয়ে থাকে।
সূচি অনুযায়ী ২০২৪ সালের প্রথম ‘এল ক্লাসিকো’ হওয়ার কথা ২১ এপ্রিল লা লিগায়। তবে স্প্যানিশ সুপার কাপে দুর্দান্ত পারফরম্যান্সে তার আগেই লড়াইয়ে নামছে দুই দল। এমনিতেই ‘এল ক্লাসিকো’ মানে এক জমজমাট লড়াই। তার ওপর সেটা যদি হয় শিরোপা দখলের, তাহলে তো কথাই নেই।
স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে বুধবার (১০ জানুয়ারি) রুদ্ধশ্বাস লড়াইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে রিয়াল। নির্ধারিত সময়ের খেলায় ৩-৩ গোল সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত মিনিটের খেলায় জোসেলু ও ব্রাহিম দিয়াজের গোলে জয় তুলে নেয় লস ব্লাঙ্কোরা।
পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে ওসাসুনাকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা। দলের হয়ে জয়সূচক গোল দুটি করেন রবার্ট লেভানদোভস্কি ও লামিন ইয়ামাল।
বছরের শুরুতেই শিরোপা ঘরে তোলার পথে আর মাত্র এক ম্যাচ দূরে রিয়াল ও বার্সা। এখন পর্যন্ত দুদলের ২৯৭ ম্যাচের মধ্যে ১২৪ জয় তুলে নিয়েছে বার্সা। আর ১০৯ জয় রিয়ালের। বাকি ৬৪ ম্যাচ ড্রয়ের খাতায়। স্প্যানিশ সুপার কাপে অবশ্য জয়ের পাল্লা ভারী রিয়ালের। ১৬ ম্যাচের মধ্যে ৯ জয় তাদের। আর কাতালানরা জিতেছে ৫ ম্যাচে। বাকি দুই ম্যাচের ফল ড্র।
রিয়াদে রোববারের লড়াইটা শিরোপার বলে এখানে ড্রয়ের সম্ভাবনা নেই। জয়ের সঙ্গে ট্রফি নিয়েই মাঠ ছাড়তে হবে যেকোনো এক দলকে। টুর্নামেন্টে সর্বোচ্চ ১৪ শিরোপা বার্সার। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের ঘরে শিরোপার সংখ্যা ১২।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :