AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিএসএলের ছয় দলের চূড়ান্ত স্কোয়াড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৪০ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৪
পিএসএলের ছয় দলের চূড়ান্ত স্কোয়াড

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর শুরু হবে আগামী ১৭ ফেব্রুয়ারি। ছয় দলের এই প্রতিযোগিতা চলবে ১৮ মার্চ পর্যন্ত। লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে হবে আসন্ন প্রতিযোগিতার উদ্বোধন। দুটি দলই আসরের দুই বারের চ্যাম্পিয়ন।

পাকিস্তানের চারটি শহর করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে হবে এবারের পিএসএল আসর। পিএসএলের এবারের আসরেসব দলই শক্তিশালী স্কোয়াড গড়েছে। পিএসএলে প্রথমবারের মতো দল পেয়েছেন অস্ট্রেলিয়ার ড্যানিয়েল স্যামস, দক্ষিণ আফ্রিকার রেজা হেন্ড্রিক্স ও লুঙ্গি এনগিডি।


একনজরে পিএসএলের ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড:


করাচি কিংস


শান মাসুদ (অধিনায়ক) কাইরন পোলার্ড, ড্যানিয়েল স্যামস, মোহাম্মদ নওয়াজ, জেমস ভিন্স, হাসান আলি, টিম সেইফার্ট, শোয়েব মালিক, তাবরাইজ শামসি, মীর হামজা, মোহাম্মদ আখলাক, মোহাম্মদ আমির খান, আনোয়ার আলি, আরাফাত মিনহাজ, মোহাম্মদ ইরফান খান, সিরাজউদ্দিন, সাদ বেগ ও জেমি ওভারটন।


লাহোর কালান্দার্স


শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), ফখর জামান, রাসি ভ্যান ডার ডুসেন, হারিস রউফ, ডেভিড ভিসা, শাহিবজাদা ফারহান, সিকান্দার রাজা, আব্দুল্লাহ শফিক, জামান খান, মির্জা তাহির বেগ, রশিদ খান, মোহাম্মদ ইমরান, আহসান ভাট্টি, ড্যান লরেন্স, জাহানদাদ খান, সৈয়দ ফরিদুন মাহমুদ, শাই হোপ ও কামরান গুলাম।


ইসলামাবাদ ইউনাইটেড


শাদাব খান (অধিনায়ক), নাসিম শাহ, জর্ডান কক্স, ইমাদ ওয়াসিম, আজম খান, টাইমাল মিলস, ফাহিম আশরাফ, অ্যালেক্স হেলস, কলিন মুনরো, রুম্মন রাইস, ম্যাথু ফোর্ড, সালমান আলি আঘা, কাশিম আকরাম, শাহাব খান, হুনাইন শাহ, উবাইদ শাহ, শামিল হুসাইন ও টম কুরান।


পেশোয়ার জালমি


বাবর আজম (অধিনায়ক), রভম্যান পাওয়েল, নুর আহমেদ, সাইম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর, আসিফ আলি, মোহাম্মদ হারিস, আমির জামাল, নাভিন উল হক, খুররাম শেহজাদ, সালমান ইরশাদ, আরিফ ইয়াকুব, উমাইর আফ্রিদি, ড্যানিয়েল মোসলে, হাসিবুল্লাহ, মোহাম্মদ জিশান, লুঙ্গি এনগিডি ও মেহরান মুমতাজ।


মুলতান সুলতান্স


মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), ইফতিখার আহমেদ, ডেভিড উইলি, খুশদিল শাহ, উসামা মীর, ডেভিড মালান, আব্বাস আফ্রিদি, রেজা হেন্ড্রিক্স, রিস টপলি, ইহসানউল্লাহ, তায়েব তাহির, শাহনেওয়াজ দাহানি, মোহাম্মদ আলি, উসমান খান, ফয়সাল আকরাম, ইয়াসির খান, ক্রিস জর্ডান (ইংল্যান্ড) ও আফতাব ইব্রাহিম।


কোয়েটা গ্ল্যাডিয়েটর্স


সরফরাজ আহমেদ (অধিনায়ক), রাইলি রুশো, শেরফানে রাদারফোর্ড, মোহাম্মদ আমির, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, জেসন রয়, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সরফরাজ আহমেদ, আবরার আহমেদ, মোহাম্মদ হাসনাইন, উইল স্মিদ, সৌদ শাকিল, সাজ্জাদ আলি জুনিয়র, উসমান কাদির, ওমাইর বিন ইউসুফ, আদিল নাজ, খাজা নাফাই, আকিল হোসেন ও সোহেল খান।

 
একুশে সংবাদ/এস কে 

Link copied!