AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপিএলে আম্পায়ারিং করবেন ৩ জন বিদেশি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:১৫ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৪
বিপিএলে আম্পায়ারিং করবেন ৩ জন বিদেশি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠতে বাকি আর মাত্র পাঁচ দিন। আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে ৪২ দিনের এই মহারণ শেষ হবে ১ মার্চ। সব মিলিয়ে ফাইনালসহ ম্যাচ হবে ৪৬টি। বিপিএল শুরুর আগের সব আয়োজন প্রায় শেষের দিকে।

এরই মধ্যে আম্পায়ারদের নামের তালিকা তৈরি করেছে আয়োজকরা। জানা গেছে, ৯ জন দেশি আম্পায়ারের সঙ্গে এবার বিদেশি থাকবেন তিনজন। এ ছাড়া ম্যাচ রেফারি থাকবেন ছয়জন।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, তিন বিদেশি আম্পায়ার হলেন- ইংল্যান্ডের ডেভিড মিলনস, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ওয়েস্ট ইন্ডিজের ডেইটন বাটলার।

দেশি আম্পায়াররা হলেন- সরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ, মাহফুজুর রহমান লিটু, মোর্শেদ আলী খান, আলী আরমান রাজন, মোহাম্মদ কামরুজ্জামান ও মনিরুজ্জামান টিংকু।

গত আসরে ম্যাচ পরিচালনার সুযোগবঞ্চিত সৈকত এবার শুরুতে থাকবেন না। অস্ট্রেলিয়ায় দ্বিপক্ষীয় সিরিজে আম্পায়ারিং করতে গেছেন তিনি। এ ছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কারণে শুরুতে পাওয়া যাবে না মুকুল ও সোহেলকে।

ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম রকিবুল হাসান, আখতার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম মাহমুদ, শওকতুর রহমান চিনু ও এহসানুল হক সেজান।

বিদেশি আম্পায়াররা প্রতি ম্যাচ পরিচালনার জন্য পান ৫০০ ডলার। দেশি আম্পায়াররা পান ২৫ হাজার টাকা। এবার দেশিদের ম্যাচ ফি বাড়িয়ে ৩০-৩২ হাজার টাকা করার কথা রয়েছে।


একুশে সংবাদ/য.র.প্র/জাহা

Link copied!