ভারতের নারী ফুটবল লিগে খেলতে দেশ ছেড়েছেন সাবিনা খাতুন। দ্বিতীয়বারের মতো ভারতে খেলতে গেলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। ব্যাঙ্গালুরুর দল কিকস্টার্ট এফসির হয়ে মাঠ মাতাবেন তিনি।
সাবিনার ভারত সফরে ভিসা প্রাপ্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। দ্রুত সময়ের মধ্যে ভিসা পাওয়া নিয়ে তৈরি হয়েছিল সংশয়। শেষ পর্যন্ত রোববার (১৪ জানুয়ারি) ভারতের ভিসা পান তিনি। বাংলাদেশের অধিনায়ক জানান, ভারতের লিগে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবেন তিনি।
সাবিনার দলে বিদেশি খেলোয়াড় কোটায় নেপালের দু’জন খেলোয়াড়ও রয়েছেন। উল্লেখ্য, ২০১৮ সালে প্রথমবারের মতো ভারতের ফুটবল লিগে খেলেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :