অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম ম্যাচেই হোঁচট খেয়ে শুরু করলেন নোভাক জকোভিচ। প্রথম রাউন্ডে ক্রোয়েশিয়ার অখ্যাত খেলোয়াড় দিনো প্রিজমিচের কাছে একটি সেট হারেন তিনি। তবে দ্বিতীয় রাউন্ডে উঠতে কোনো সমস্যা হয়নি সার্বিয়ান তারকার। প্রতিপক্ষকে হারিয়েছেন ৬-২, ৬-৭, ৬-৩, ৬-৪ গেমে।
প্রিজমিচের লড়াই অবশ্য মন কেড়ে নিয়েছে রড লেভার এরেনার সমর্থকদের। প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমে এত বড় প্রতিপক্ষের বিরুদ্ধেও ঘাবড়ে যাননি। বিশেষত দ্বিতীয় এবং তৃতীয় সেটে দারুণ লড়াই করেছেন।
ম্যাচ জিততে জকোভিচকে চার ঘণ্টা এক মিনিট ঘাম ঝরাতে হয়েছে। জকোভিচের চোখে চোখ রেখে লড়াই করেছেন তিনি। ১-১ থাকার সময় তৃতীয় সেটে এক সময় ৪-২ এগিয়েছিলেন। সেখান থেকে অবশ্য ঘুরে দাঁড়াতে পারেননি।
বিপদের সময়েই নিজের সেরা খেলা বের করে আনেন জকোভিচ। এ সময় টানা আটটি গেম জেতেন তিনি। ফলে ১৮ বছরের তরুণ প্রিজমিচের অঘটন ঘটানোর সম্ভাবনা কার্যত সেখানেই শেষ হয়ে যায়।
অস্ট্রেলিয়ান ওপেনে এই নিয়ে টানা ২৯টি ম্যচ জিতলেন জকোভিচ। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯০-৮ রেকর্ড তার। পরের রাউন্ডে অ্যালেক্সেই পপিরিন বনাম মার্ক পোলমান্স ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবেন তিনি।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :