সময়টা মোটেও ভালো যাচ্ছে না দেশের ক্লাব ফুটবলের জায়ান্ট ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডের। অনেকদিন ধরেই ট্রফিশূন্য আকাশী-নীলরা। দলটির ঘরে সবশেষ ট্রফি এসেছে ২০২১ সালে। ওই বছর ফেডারেশন কাপ জয়ের পাশাপাশি স্বাধীনতা কাপটাও জিতেছিল। এরপর তিন বছর হতে চলল ট্রফি অধরা আবাহনীর।
গত বছর ফেডারেশন কাপের ফাইনালে গিয়েও ট্রফি ছোঁয়া হয়নি। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে টাইব্রেকারে হেরে রানার্স আপে সন্তুষ্ট থাকতে হয়। বছর ঘুরতেই আরো একটি ফেডারেশন কাপে অংশ নিতে যাচ্ছে আবাহনী। আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠ নামবেন সোহেল, জীবন, রহমত, বাবলুরা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর পাশাপাশি আবাহনীকে এবার ফেডারেশন কাপের ট্রফিটাও উপহার দিতে চান দলের সিনিয়র খেলোয়াড়, অভিজ্ঞ গোলরক্ষক শহিদুল আলম সোহেল।
২০০৮ সাল থেকে আবাহনীর জার্সিতে খেলছেন চট্টগ্রামের পতেঙ্গার ছেলে সোহেল। মাঝে এক মৌসুম শেখ জামালে খেললেও পরের মৌসুমে ফিরেছেন পুরনো ডেরায়। আবাহনীর জার্সিতে অনেক ইতিহাস গড়ার সাক্ষী জাতীয় দলের এ তারকা গোলরক্ষক। আবাহনীকে লিগ শিরোপা যেমন এনে দিয়েছেন; তেমনি হ্যাটট্রিক ফেডারেশন কাপও জিতিয়েছেন। স্বাধীনতা কাপ জয়েও ভূমিকা রেখেছেন। কিন্তু এমন একটা ক্লাব অনেকদিন ধরেই যেন নিজেদের হারিয়ে খুঁজছে। টুর্নামেন্টগুলোর পাশাপাশি প্রিমিয়ার লিগেও ব্যর্থ হচ্ছে বারংবার। সেই ২০১৭-১৮ মৌসুমে সবশেষ লিগ শিরোপা ঘরে তুলেছে। এরপর শুধু রানার্স আপেই লিগের ইতি টানছে দলটি। তবে এই অবস্থা বেশিদিন থাকবে না বলে বিশ্বাস সোহেলের। শিগগিরই আবাহনীর শোকেসে ট্রফি উঠবে বলে মন্তব্য শহিদুল সোহেলের।
অন্য দলগুলোর মতো ২০২৩-২৪ মৌসুমটা স্বাধীনতা কাপ দিয়ে শুরু করেছে আবাহনী। ঘরোয়া ফুটবলে সফলতম এ দলটির ভাগ্যে শিকে ছিঁড়েনি। স্বাধীনতা কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে তারা। এরপর চলমান লিগের শুরুটাও ঠিক আবাহনীর মতো হয়নি। তৃতীয় ম্যাচে গিয়ে জয়ের মুখ দেখেছে। এমন পারফরম্যান্সের পরও হতাশ নন সোহেল। এ গোলরক্ষক জানান, ‘লিগ লম্বা রেসের খেলা। এখনই বলে দেয়া সম্ভব নয় যে কারা শেষ পর্যন্ত জিতবে। আমরা সব সময়ই চ্যাম্পিয়ন রেসে থাকি। এবারো থাকব এবং অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা থাকবে। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। মৌসুমের শুরুটা খারাপ হয়েছে বলে হতাশায় ভেঙে পড়তে হবে আমি তাতে বিশ্বাসী নই। সুযোগ সামনে আসবেই এবং আমরাও সেই সুযোগের ঠিকই সদ্ব্যবহার করব। সমর্থকদের মন এবার একটা ট্রফি জিতে হলেও ভরাতে চেষ্টা করব। হোক সেটা লিগ শিরোপা কিংবা ফেডারেশন কাপ।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :