বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠছে ১৯ জানুয়ারি। সেই লক্ষ্যে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগেই জানা গিয়েছিল, বিতর্ক এড়াতে এবারের আসর থেকে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) রাখা হবে।
গত বছরও বিপিএলে ছিল না ডিআরএস। তবে এবারের আসরের শুরু থেকেই ক্রিকেটের এই আধুনিক প্রযুক্তিটি পাওয়া যাবে, এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এবার নিশ্চিত হওয়া গেলো, বিপিএলে প্রথম ম্যাচ থেকেই থাকছে ডিআরএস।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ। দুপুর আড়াইটায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা-কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একই দিনে সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।
আজ ম্যাচের আগের দিন সিলেট স্ট্রাইকার্সের টপঅর্ডার ব্যাটার মোহাম্মদ মিঠুন ডিআরএস প্রসঙ্গে বলেন, ‘বিপিএলে ডিআরএস যেহেতু নতুন। প্রথম ম্যাচ থেকেই থাকছে, এটার সঙ্গে আমাদের অভ্যস্ততা তৈরি হওয়া জরুরি। আমরা সেই চেষ্টা করব।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :