AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইতালিয়ান সুপার কাপের ফাইনালে ইন্টার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৪৩ পিএম, ২০ জানুয়ারি, ২০২৪
ইতালিয়ান সুপার কাপের ফাইনালে ইন্টার

ল্যাজিওতে ৩-০ গোলে বিধ্বস্ত করে ইতালিয়ান সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। সৌদি আরবের রাজধানী রিয়াদের আল আওয়াল পার্কে আগামী সোমবার ফাইনালে নাপোলির মোকাবেলা করবে ইন্টার।মার্কোস থুরাম, ডেভিড ফ্রাত্তেসি ও হাকান কালগানগ্লুর গোলে সিরি-এ লিগের শীর্ষে থাকা ইন্টারের জয় নিশ্চিত হয়। সিমোনে ইনজাগির বর্তমান চ্যাম্পিয়ন দল ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলির বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্কতার সাথেই নিজেদের প্রস্তুতি সম্পন্ন করতে চায়। বৃহস্পতিবারনাপোলি ফিওরেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।

ইন্টার মিডফিল্ডার নিকোলো বারেলা ম্যাচ শেষে বলেছেন, ‘এটা সত্যিই দারুন একটি পারফরমেন্স ছিল। সব পজিশনেই আমরা নিজেদের প্রমান করেছি। আজ সবাই বল চেয়েছে। আমরা ম্যাচটি বেশ উপভোগ করেছি, এটাই গুরুত্বপূর্ণ। এই ধরনের মানে পৌঁছাতে কঠোর পরিশ্রম করতে হয়েছে।’

ক্যারিয়ারে ইনজাগির সামনে এখন রেকর্ড পাঁচবারের মত সুপার কাপ জয়ের সুযোগ। একইসাথে সোমবারের ম্যাচে জিততে পারলে এটি হবে তার সুপার কাপের হ্যাটট্রিক শিরোপা। ১৯৯২-৯৪ সালে স্থানীয় প্রতিদ্বন্দ্বী এসি মিলানের পর দ্বিতীয় দল হিসেবে ইন্টারের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ।
ইনজাগি বলেছেন, ‘আমরা ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিলাম। ছেলেরা দুর্দান্ত খেলেছে। আমরা ফাইনালে উঠেছি, এটাই লক্ষ্য ছিল। এখন আমাদের সামনে নাপোলি পরীক্ষা। যা সত্যিই কঠিন হতে যাচ্ছে।’

আগামী কয়েক সপ্তাহে সিরি-এ লিগে জুভেন্টাস ও চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬’তে এ্যাথলেটিকো মাদ্রিদের মোকাবেলা করবে ইন্টার। যে কারনে সুপার কাপে ভাল করাটা জরুরী ছিল।

কাল ম্যাচের শুরু থেকেই ল্যাজিওকে আগোছালো মনে হয়েছে। যে কারনে ম্যাচটি একপেশে হয়ে উঠেছিল। এই ম্যাচে ইন্টারের পারফরমেন্স ফাইনালে নাপোলির বিপক্ষে তাদের ফেবারিট করে তুলেছে। ইন্টার অনেক সুযোগই তৈরী করেছে। বারেলা ও লটারো মার্টিনেজের শট পোস্টে না লাগলে ব্যবধান হয়তো আরো বাড়তে পারতো। সৌদি আরবের সমর্থকদের সামনে ল্যাজিও কোন প্রতিরোধই গড়তে পারেনি। তাদেওর দেখে মনে হয়েছে এই ম্যাচটির প্রতি তাদের কোন আগ্রহই নেই। নাপোলি ও ফিওরেন্টিনার ম্যাচটিতে স্টেডিয়ামের প্রায় অর্ধেক অংশ খালি থাকলেও কাল ছিল তার পুরো বিপরীত চিত্র। যার মধ্যে ইন্টারকেই বেশী সমর্থণ করতে দেখা গেছে।

১৭ মিনিটে থুরামের গোলে এগিয়ে যায় ইন্টার। ৫০ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুন করেন কালহানগ্লু। ৮৭ মিনিটে হেনরিক মাখিটারিয়ানের এ্যাসিস্টে দলের বড় জয় নিশ্চিত হয়। এবারই প্রথমবারের মত সুপার কাপে চার দল অংশ নিচ্ছে। গত মৌসুমের সিরি- এ লিগের শীর্ষ দুই দলের সাথে ইতালিয়ান কাপের দুই ফাইনালিস্ট সুপার কাপে খেলার যোগ্যতা অর্জণ করেছে।
 

একুশে সংবাদ/এস কে 

Link copied!