AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রিপিয়ারের জন্য প্রস্তাব দিয়েছে বায়ার্ন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২৭ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৪
ট্রিপিয়ারের জন্য প্রস্তাব দিয়েছে বায়ার্ন

নিউক্যাসল ডিফেন্ডার কিয়েরান ট্রিপিয়ারের জন্য আবারো নতুন করে প্রস্তাব দিয়েছে বায়ার্ন মিউনিখ, ক্লাব সূত্র ইএসপিএনকে এই তথ্য নিশ্চিত করেছে।গত সপ্তাহে ট্রিপিয়ারের জন্য বায়ার্ন ৮ মিলিয়ন ইউরোর যে বিড করেছিল তা নাকচ করে দেয় প্রিমিয়ার লিগের ক্লাবটি। কিন্তু বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা নতুন করে আবারো প্রস্তাব পেশ করেছে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ট্রিপিয়ারকে ছেড়ে দিতে রাজী হয়েছে নিউক্যাসল। তাকে ছেড়ে দিতে নিউক্যাসল ১৫-২০ মিলিয়ন ইউরো হাঁকিয়েছে।

এ মাসে বায়ার্ন বস থমাস টাচেল একজন রাইট-ব্যাক দলে নেবার জন্য মুখিয়ে ছিলেন। যে কারনে এই তালিকায় অনেকের মধ্যে এগিয়ে ছিলেন ট্রিপিয়ার। গত গ্রীষ্মে কাইল ওয়াকারকে ম্যানচেস্টার সিটি থেকে নিতে ব্যর্থ হবার পর থেকেই এই পজিশনে খেলোয়াড়ের অভাব বোধ করছিল বায়ার্ন।

বুন্দেসলিগা জায়ান্টরা পিএসজি ডিফেন্ডার নোর্ডি মুকিয়েলেকে ধারে চুক্তিতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু পিএসজি এ মাসেই তাকে স্থায়ীভাবে ছেড়ে দেবার ঘোষনা দেয়। মুকিয়েলেকে না পেয়ে ট্রিপিয়ারের দিকে হাত বাড়ায় বায়ার্ন। নিউক্যাসলের সাথে ট্রিপিয়ারের বর্তমান চুক্তির মেয়াদ ১৮ মাস বাকি রয়েছে। এদিকে নিউক্যাসল বস এডি হাউ ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ডিফেন্ডারকে হারাতে চাননা। গত মৌসুমে ২০ বছরের মধ্যে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের পিছনে ট্রিপিয়ারের অবদান ছিল মূখ্য। ২০২২ সালের জানুয়ারিতে ট্রিপিয়ার নিউক্যাসলে যোগ দেন। ২০০২-২৩ মৌসুমে প্রথম পূর্ণাঙ্গ মৌসুম কাটানোর পর তিনি নিউক্যাসলের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন।

শেষ পর্যন্ত ট্রিপিয়ার যদি মিউনিখে পাড়ি জমান তবে তৃতীয় সাবেক স্পার্স খেলোয়াড় হিসেবে শেষ পাঁচ মাসে বায়ার্নের সাথে তার চুক্তি চূড়ান্ত হবে। এর আগে গত ১১ জানুয়ারি এরিক ডায়ার আসার আগে গত বছর আগস্টে হ্যারি কেন বায়ার্নে যোগ দিয়েছিলেন।

একুশে সংবাদ/এস কে

Link copied!