AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামজার বিরুদ্ধে মদ্যপ হয়ে গাড়ি চালানোর অভিযোগ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৩৬ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৪
হামজার বিরুদ্ধে মদ্যপ হয়ে গাড়ি চালানোর অভিযোগ

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। খবর বিবিসি ও ডেইলি মেইল।পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাত ১টা ৪৫ মিনিটে নটিংহ্যাম্পশায়ারের ওয়েস্ট ব্রিজফোর্ডের লাফবোরোতে একটি গাড়ি দাঁড় করায় তারা। তারা জানায়, শ্বাসের নমুনা দিতে অস্বীকার করায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

সেই ব্যক্তি হামজা। তার বিরুদ্ধে মাত্রাতিরিক্ত অ্যালকোহল নিয়ে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। যথাযথ যত্ন এবং মনোযোগ ছাড়াই গাড়ি চালানো এবং প্রাথমিক পরীক্ষায় অসহযোগিতা দেখানোয় অভিযুক্ত হয়েছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

তবে হামজাকে নিঃশর্ত জামিন দেওয়া হয়েছে। অবশ্য অভিযুক্ত হওয়ায় তাকে ২৩ ফেব্রুয়ারি নটিংহামের ম্যাজিস্ট্রেটের কাছে হাজিরা দিতে হবে।

এই ঘটনায় কোনো বিবৃতি দেয়নি লেস্টার। প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়ায় বর্তমানে এই ক্লাবকে খেলতে হচ্ছে চ্যাম্পিয়নশিপে। হামজা গত সোমবার লেস্টারের হয়ে খেলেছেন ইপসউইচের বিপক্ষে। ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।

২০০৫ সাল থেকে লেস্টার সিটিতে আছেন হামজা। দলটির হয়ে প্রিমিয়ার লিগে তাঁর অভিষেক হয় ২০১৫ সালে। মাঝখানে ধারে খেলেছেন ওয়াটফোর্ডে। সেখানে গত মৌসুম শেষ করে ফিরেছেন কিং পাওয়ার স্টেডিয়ামে।


একুশে সংবাদ/এস কে

Link copied!