অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। গত বছর এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়েছিলেন তিনি। এবার তালিকায় আরো একটি গ্র্যান্ড স্লাম যুক্ত করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ২৪ গ্র্যান্ড স্লাম জয়ী এই সার্বিয়ান তারকাকে থামতে হলো সেমিফাইনালেই।
ফাইনালে ওঠার লড়াইয়ে ইয়ানিক সিনারের কাছে পরাজিত হয়েছেন জকোভিচ। শুক্রবার (২৬ জানুয়ারি) রড লেভার অ্যারেনায় শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন সিনার। প্রথম দুই সেটে জকোভিচ হেরে যান একতরফাভাবে। ৬-১, ৬-২ গেমে প্রথম ও দ্বিতীয় সেট জেতেন সিনার।
এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন জকোভিচ। যেখানে প্রায় এভাবে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর অসংখ্য রেকর্ড রয়েছে সার্বিয়ান টেনিস তারকার। তৃতীয় সেটে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ম্যাচের ফল এসেছে টাইব্রেকারে। শেষ পর্যন্ত তৃতীয় সেট টাইব্রেকারে ৮-৬ গেমে জেতেন জকোভিচ।
ফাইনালে যেতে হলে জিততে হবে বাকি দুই সেট- অতীতে এমন কঠিন সমীকরণ জকোভিচ মিলিয়েছেন বারবার। তবে এবার আর তা সম্ভব হয়নি। চতুর্থ সেটে ৬-৩ গেমে জেতেন সিনার। এক সেট আগে হেরে যাওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখা সম্ভব হয়নি জকোভিচের।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :