AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে যা বললেন শোয়েব মালিক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৫৩ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৪
ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে যা বললেন শোয়েব মালিক

ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাকে নিষিদ্ধ করা হয়েছে। জোড়া বিতর্কে জড়িয়ে পড়া পাক অলরাউন্ডার প্রথম বার মুখ খুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের খবর প্রকাশ্যে আনার এক সপ্তাহের মধ্যেই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে শোয়েবের বিরুদ্ধে। দশম বিপিএলের মাঝপথে পারিবারিক কারণ দেখিয়ে দুবাই ফিরে গেছেন মালিক। সেখান থেকেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন।

এক্সে শোয়েব লিখেছেন, ‘সম্প্রতি যে গুজব ছড়িয়েছে, তা নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। ফরচুন বরিশালের হয়ে খেলা একটি ম্যাচকে কেন্দ্র করে বিতর্ক। মনে হয়েছে নিজের অবস্থান পরিষ্কার করা দরকার। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছি। প্রতিযোগিতা ছেড়ে আমার বেরিয়ে আসার সিদ্ধান্ত যৌথ ভাবে নেয়া। পূর্ব নির্ধারিত সূচির জন্যই আমি বাংলাদেশ ছেড়েছি।’

তিনি আরো লিখেছেন, ‘ফরচুন বরিশালের আগামী ম্যাচগুলোর জন্য আমার শুভেচ্ছা থাকল। প্রয়োজন হলে আমি আবার দলকে সাহায্য করব। দরকার হলে অবশ্যই আমাকে পাওয়া যাবে। বাংলাদেশে খেলতে আমি ভালবাসি। সব সময় উপভোগ করি। ভবিষ্যতেও খেলতে যাব।’

ম্যাচ গড়াপেটার অভিযোগ নিয়েও জবাব দিয়েছেন শোয়েব। তিনি লিখেছেন, ‘সম্প্রতি একটা গুজব ছড়িয়েছে। পরিষ্কার বলতে চাই এই সব গুজব ভিত্তিহীন। কোনও তথ্য ছড়িয়ে দেওয়ার আগে প্রত্যেকের উচিত, তা যাচাই করে নেওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের গুজব এক জনের ভাবমূর্তির ক্ষতি করতে পারে। অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি করতে পারে। আসুন আমরা সত্যকে প্রাধান্য দিই। সত্য বোঝার জন্য নির্ভরযোগ্য উৎসের উপর বিশ্বাস রাখা দরকার। আপনাদের বোঝার জন্য এবং ধৈর্যের জন্য ধন্যবাদ। বরাবরের মতো ভালবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

সেই পোস্টের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন শোয়েব। তাতে শোয়েবের মুখপাত্র তার বক্তব্য পড়ে শুনিয়েছেন। উল্লেখ্য, গড়াপেটা বিতর্কে শোয়েবের পাশে দাঁড়িয়েছেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান।

গত সপ্তাহে পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের কথা জানিয়েছেন শোয়েব। জানা গিয়েছে, পরিবারের অমতে তৃতীয় বিয়ে করেছেন তিনি। এ খবর প্রকাশ্যে আসার পর সানিয়া মির্জার সঙ্গে তার বিবাহবিচ্ছেদ নিয়ে চলা জল্পনার অবসান হয়। সেই বিতর্ক মেটার আগেই বিপিএলে এক ওভারে তিনটি নো বল করে নতুন বিতর্কে জড়ান পাক অলরাউন্ডার।
 

একুশে সংবাদ/এস কে 

Link copied!