বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রাজধানীর ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে আজ শুক্রবার (২৬ জানুয়ারি) থেকে শুরু হয়েছে আন্ত-বিভাগীয় মহিলা ভলিবল প্রতিজগিতা ২০২৪। দেশের ৮টি বিভাগের ১৩টি জেলা দলের অংশগ্রহণে ২ দিন ব্যাপী প্রতিযোগিতা শেষ হবে ২৭ জানুয়ারি। আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনির সভাপতিত্ব অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ক্রীড়া সংস্থা সিনিয়র সহ-সভানেত্রী আঞ্জুমান আরা আকসির, সাধারণ সম্পাদিকা (ভারপ্রাপ্ত) প্রকৌশলী ফিরোজা করিম নেলী, টুর্নামেন্ট সাব কমিটির বিভিন্ন সদস্যসহ অন্যান্যরা।
আসরের অংশ নেয়া দলগুলো হলো - নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, সাতক্ষীরা, চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী, সিলেট, বরিশাল এবং ঝালকাঠি।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :