জমে উঠেছে আফ্রিকান নেশন্স কাপের চলমান আসর। এবার যেন দল ভালো ফলাফল অর্জন করতে পারে সে আশায় গরু কুরবানি করেছে মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন। মিশর দলের মুখপাত্র মোহাম্মেদ মোরাদ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন।
আইভরি কোস্টে চলমান টুর্নামেন্টটির ‘বি’ গ্রুপ খেলছে সবচেয়ে সফল দলটি। অথচ তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত জয়বঞ্চিত মিসর। শুক্রবার (২৬ জানুয়ারি) মোহাম্মেদ মোরাদ বলেছেন, মিসর ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার গরু কুরবানি দিয়ে তার গোশত কায়রোর অভাবী মানুষের মধ্যে বিতরণ করেছে।
চলতি আসরের গ্রুপপর্বে সবগুলো ম্যাচ ড্র করে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে মিশর। নেশন্স কাপে রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়নরা শেষ ষোলোয় রোববার (২৮ জানুয়ারি) কঙ্গোর মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সান পেদ্রোয়। আবিদজান থেকে সেখানে যেতে মিসর দলের ফ্লাইট গতকাল প্রায় এক ঘণ্টা দেরি হয়।
এখন পর্যন্ত জয়ের দেখা না পাওয়া মিসর দল এবার নেশন্স কাপে চোটে জর্জরিত। দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ চোট পেয়ে মাঠের বাইরে। গ্রুপ পর্বে মিসরের দ্বিতীয় ম্যাচে চোট পাওয়ার পর আর মাঠে নামতে পারেননি।
তৃতীয় ম্যাচে মিসরের গোলকিপার মোহাম্মদ এল শেনওয়ের কাঁধের হাড় স্থানচ্যুত হয়। অনুশীলনে মাথায় আঘাত পেয়ে বুধবার হাসপাতালে যেতে হয়েছে মিসর মিডফিল্ডার ইমাম আসৌরকে। পরে অবশ্য স্কোয়াডে যোগ দিয়েছেন তিনি। এ অবস্থায় দলের ভালোর জন্য কুরবানি দিয়েছে মিশর।
দলের সফলতার আশায় কুরবানি দেয়া মিসর ফুটবলের জন্য নতুন না। এপি জানিয়েছে, ঘানায় অনুষ্ঠিত ২০০৮ নেশন্স কাপের অনুশীলনে বাছুর কুরবানি দিয়েছিল মিসর ফুটবল। বার্তা সংস্থা রয়টার্সের দাবি অবশ্য বাছুর নয়, গরু কুরবানি দেয়া হয়েছিল। সেটাও সৌভাগ্যেরই আশায়।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :