ক্রিকেটে জয়ের স্মারক হিসেবে স্টাম্প তুলে নেন অনেকেই। এই প্রথা চালু রয়েছে প্রায় পাঁচ দশক ধরে। এজন্য কোনো ধরনের অর্থ খরচ হতো না ক্রিকেটারদের। কিন্তু এখন থেকে জয়ের পর স্টাম্প হাতে নিতে হলে প্রায় ২ লাখ ৭৫ টাকা গুনতে হবে ক্রিকেটারদের।
বুধবার অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশের ফাইনালে সিডনি সিক্সার্সকে ৫৪ রানে হারিয় শিরোপা ঘরে তুলেছে ব্রিসবেন হিট। ম্যাচটিতে ২৬ রানে ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা নির্বাচিত হন হিটের পেসার স্পেনসার জনসন। এরপর জয়ের স্মারক হিসেবে পিচ থেকে বাঁহাতি এই পেসার স্টাম্প তুলতে গেলে সিক্সার্সের টুপি পরা এক অফিসিয়াল বাধা দেন।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম নিউজ কর্প জানিয়েছে, ফাইনালের পর ব্রিসবেনের স্পেন্সার একটি স্টাম্প নিতে এগিয়ে যান। সে সময় সিক্সার্সের এক অফিশিয়াল স্টাম্প নিতে বাধা দেন।
তখন সেই কর্মকর্তা হিটের পেসারকে জানান, প্রতিটি (জিংস) স্টাম্পের দাম ২ হাজার ৫০০ ডলার বা (২ লাখ ৭৫ হাজার টাকা)। এগুলো ক্রিকেট নিউ সাউথ ওয়েলস থেকে ভাড়া করা হয়েছে। ফিরিয়ে দেওয়ার সময় ‘ফুল সেট’ (সবগুলো স্টাম্প) দিতে হবে।
সিডনি সিক্সার্সের কর্মকর্তার কথা মেনে নেন স্পেন্সার। সর্বশেষ একটি স্টাম্প কিনতে চান ব্রিসবেন হিটের ফাইনাল জয়ের নায়ক। তবে সেই স্টাম্পের দাম মার্কিন ডলার নাকি অস্ট্রেলিয়ান ডলারে নিশ্চিত করেনি নিউজ কর্প। অস্ট্রেলিয়ার আরেক সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ অবশ্য জানিয়েছে স্টাম্পের মূল্যের পাশে মার্কিন ডলারের চিহ্ন ছিল।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :