AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টস জিতে ব্যাটিংয়ে রংপুর


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:২১ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৪
টস জিতে ব্যাটিংয়ে রংপুর

দশম বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে রংপুর রাইডার্স। ম্যাচটি দুদলের জন্যই মহাগুরুত্বপূর্ণ।এমন সমীকরণের ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।

৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। এবারের বিপিএলে প্রথম ম্যাচ পরাজয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা। আজ তাদের লক্ষ্য থাকবে রংপুরকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়ে টেবিলের তৃতীয় স্থানটা আরও পোক্ত করতে। অপরদিকে, চার ম্যাচ খেলে দুই জয়ের পাশাপাশি দুই হার রংপুরের। তারা রয়েছে চতুর্থ স্থানে। তাই এই ম্যাচে জয় দিয়ে তারা চাইবে কুমিল্লাকে টপকে তৃতীয় স্থানে উঠে আসতে।

৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। এবারের বিপিএলে প্রথম ম্যাচ পরাজয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা। আজ তাদের লক্ষ্য থাকবে রংপুরকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়ে টেবিলের তৃতীয় স্থানটা আরও পোক্ত করতে। অপরদিকে, চার ম্যাচ খেলে দুই জয়ের পাশাপাশি দুই হার রংপুরের। তারা রয়েছে চতুর্থ স্থানে। তাই এই ম্যাচে জয় দিয়ে তারা চাইবে কুমিল্লাকে টপকে তৃতীয় স্থানে উঠে আসতে।

অনেকেই কাজের ব্যস্ততায় টিভিতে বসে খেলা দেখতে পারছেন না। তাই বলে তো আর খেলা দেখা মিস নেই। এবারের আসর দেখা যাবে দেশের দুটি টিভি চ্যানেল গাজী টিভি ও টি-স্পোর্টসে। এ ছাড়া অনলাইনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে র‌্যাবিটহোল ও টি স্পোর্টস অ্যাপে। অন্যদিকে, ভারতে বিপিএল সম্প্রচার করছে ফ্যানকোড। আর পাকিস্তানে সরাসরি বিপিএল উপভোগ করা যাবে টেন স্পোর্টসে। এ ছাড়া অনলাইনে ট্যাপম্যাড টিভি ও হাম স্পোর্টসে বিপিএল সম্প্রচার করা হচ্ছে পাকিস্তানে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বসেও উপভোগের সুযোগ থাকছে বিপিএল। ক্রিকবাজ ও ক্রিকলাইফে দেখা যাবে টুর্নামেন্টটি। আরব আমিরাত, বাহরাইন, আলজেরিয়া, ইরান, ইরাক ও সৌদি আরবসহ ২৭টি দেশে এই দুই প্ল্যাটফর্মে বিপিএল দেখা যাবে। এ ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ ১১টি দেশে বিপিএল উপভোগ করা যাবে ক্রিকবাজ ও ক্রিকলাইফে।

যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, হন্ডুরাস, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বিপিএল সম্প্রচার করবে উইলো টিভি। আর বিশ্বের অন্যান্য প্রান্তে টি স্পোর্টস ও র‌্যাবিটহোলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে খেলা দেখা যাবে।


রংপুর রাইডার্স একাদশ
বাবর আজম, রনি তালুকদার, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ রিজওয়ান, ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, খুশদিল শাহ, তানভীর ইসলাম, রোস্টন চেজ, মুস্তাফিজুর রহমান, ম্যাথু ফর্ড ও আলিস ইসলাম। 

একুশে সংবাদ/এস কে 

Link copied!