এসি মিলানের গোলরক্ষক মাইক মেইগন্যানের বিপক্ষে বর্ণবাদী আচরনের কারনে যে শাস্তি পেয়েছিল উদিনেস, আপিল করে তা কিছুটা হলেও কমাতে পেরেছে সিরি-এ লিগের ক্লাবটি। ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) প্রথমে লিগের পরবর্তী হোম ম্যাচ পুরোপুরি দর্শক বিহীন মাঠে আয়োজনের নির্দেশ দিয়েছিল। কিন্তু উদিনেসের আপিলের প্রেক্ষিতে তা কিছুটা কমিয়ে দুটি হোম ম্যাচে একটি স্ট্যান্ড বন্ধ রেখে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত দিয়েছে এফআইজিসি।
এ সম্পর্কে এফআইজিসি এক বিবৃতিতে সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে জানিয়েছে, ‘ন্যাশনাল কোর্ট অব স্পোর্ট উদিনেসের আপিলের ভিত্তিতে প্রাথমিক শাস্তি বাতিল করে নতুন করে দুই ম্যাচে একটি স্ট্যান্ড বন্ধ রেখে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে। এর ফলে স্টেডিয়ামের কার্ভা নর্ড স্ট্যান্ড বন্ধ থাকবে।’
এই স্ট্যান্ড থেকে এ মাসের শুরুতে মেইগন্যানকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করা হয়েছিল। এই ঘটনায় উদিনেস পাঁচজন সমর্থককে চিহ্নিত করে আজীবন নিষিদ্ধ করেছে। ম্যাচের ৩৪ মিনিটে সতীর্থদের সাথে মাঠ থেকে বেরিয়ে এসেছিলেন মেইগন্যান। ম্যাচটি পাঁচ মিনিট বন্ধ থাকার পর আবারো শুরু হয়। শেষ পর্যন্ত মিলান ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
২৮ বছর বয়সী ফ্রেঞ্চম্যান ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করে ম্যাচ শেষে বলেছিলেন, ‘তোমরা যদি এ ব্যপারে কোন পদক্ষেপ না নাও তবে ধরে নিতে হবে তোমরাও এর সাথে জড়িত।’
উদিনেসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রাংকো কোলাভিনো বলেছেন, ‘সমর্থকদের রক্ষা করার দায়িত্ব আমাদেরই। অল্প কিছু সংখ্যক সমর্থকের কারনে পুরো স্টেডিয়াম বন্ধ হতে পারেনা, এটা খুবই অযৌক্তিক সিদ্ধান্ত ছিল।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :