AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাষা দিবস উপলক্ষ্যে সিলেটের বিশেষ জার্সি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:২৪ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৪
ভাষা দিবস উপলক্ষ্যে সিলেটের বিশেষ জার্সি

শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি মাস। যা আমাদের কাছে পরিচিত ভাষার মাস হিসেবে। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পাওয়া ২১শে ফেব্রুয়ারি পুরো বিশ্বেই পালিত হয়। ভাষার মাসকে শ্রদ্ধা জানাতে ব্যতিক্রমী এক উদ্দ্যোগ নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

ভাষার মাস উপলক্ষ্যে আগামী দুই ম্যাচে বিশেষ জার্সি পরে মাঠে নামবেন স্ট্রাইকার্সরা। যেখানে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে খেলোয়াড়দের নাম ও নম্বর বাংলায় লেখা হয়েছে। এছাড়া সবুজের মধ্যে নানান কারুকার্যে সিলেট অঞ্চলের ২০টি ঐতিহ্যবাহী জিনিস ফুটিয়ে তোলা হয়েছে।

গত আসরে অবশ্য ভাষার মাস উপলক্ষ্যে বিশেষ আয়োজন করেছিল বিপিএল কর্তৃপক্ষ। লিগ পর্বের শেষ দিনে ধারাভাষ্যকাররা মাঝে মাঝে বাংলা শব্দ ব্যবহার করেছেন। আতহার আলী, শামীম আশরাফ চৌধুরি, কার্টলি অ্যামব্রোসদের গায়ে ছিল কালো রঙের পাঞ্জাবি।

সেখানেও ছিল বাংলা ভাষার ছোঁয়া। ক্রিকেটারদের বাহুবন্ধনীতে ছিল বাংলা ব্যঞ্জন ও স্বর বর্ণের ব্যবহার। এবার সিলেটের এই বিশেষ জার্সিতে যে ২০টি ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে-

সিলেটের পাহাড়, চা বাগান, চা গাছ, চা পাতা, চায়ের পাত্র, পট শিল্প, সিলেটের পাথর, হাওরের সামুদ্রিক সৌন্দর্য, লাল জলের লিলি, লালা খাল, পরিযায়ী পাখি, কিন ব্রিজ, আলী আমজাদ ক্লক টাওয়ার, দরগা গেট, শহিদ মিনার, বাংলা বর্ণমালা, নাগরী লিপি, ক্রিকেট বল, ক্রিকেট স্টাম্প, সিলেটের ফুলের সৌন্দর্য।

একুশে সংবাদ/এস কে 

Link copied!