দশম বিপিএলে সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। টানা পাঁচ ম্যাচ মাঠেও নেমেছেন তিনি। তবে দুর্ভাগ্যজনকভাবে একটি ম্যাচও জিততে পারেনি তার দলটি। এতে অবশ্য বেশ সমালোচিত হয়েছেন টাইগারদের সাবেক সফল এ অধিনায়ক।
রাজনৈতিক ব্যস্ততার কারণে বিপিএল থেকে বিরতি নেয়ায় আজ সিলেটের ষষ্ঠ ম্যাচে ছিলেন না মাশরাফী। দুর্দান্ত ঢাকার বিপক্ষে এই ম্যাচ দিয়ে জয়ের দেখা পেয়েছে দলটি। মাশরাফীর অনুপস্থিতিতে পাওয়া জয়ের পর ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ মিথুন জানালেন, দলের সঙ্গে না থেকেও আছেন ম্যাশ।
কীভাবে তা জানিয়ে মিথুন বলেন, ‘মাশরাফী ভাই এখনো আমাদের অধিনায়ক। উনার অনুপস্থিতিতে আমি এই দায়িত্বটা পালন করছি। আমাদের দল থেকে শুরু করে কীভাবে চলবো, সবসময় সবকিছুর সাথে উনি যুক্ত আছেন। আজকে সকালেও কথা হয়েছে। আপনারা সবাই জানেন উনার ব্যস্ততার কারণে বিপিএলে অংশ নিতে পারছেন না।’
সিলেট দলপতি আরো যোগ করেন, ‘আমার যেমন জেতা চাওয়া ছিল, মাশরাফী ভাইয়েরও একই চাওয়া ছিল। উনি উনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করে গেছেন। দুর্ভাগ্যজনকভাবে ফলাফল পক্ষে আসেনি। আমরা গ্যারান্টি দিয়ে জিততে পারব না। প্রক্রিয়াটা ঠিক রাখতে পারব। দলের বোঝাপড়া ও পরিবেশ ঠিক রাখতে পারব। আমরা সেটাই চেষ্টা করছি। ভাগ্যেরও অনেক বিষয় আছে।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :