যুব বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান যুবারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২৬.২ ওভারে ছয় উইকেটে ৮৭ রান।শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাহফুজুর রহমান রাব্বি। এতে আগে ব্যাটিং করছে পাকিস্তান।
দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন শামিল হোসেন ও শাহজাইব খান। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন তারা দুজন। এভাবে ৮ ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেয় এ জুটি।
ম্যাচের নবম ওভারে এ জুটিতে আঘাত হানেন রোহানাত দৌল্লাহ বর্ষণ। ওভারের চতুর্থ বলে শামিলের স্টাম্প উপড়ে ফেলেন তিনি। আউট হওয়ার আগে ১৯ করেন এ ব্যাটার।
পরে ক্রিজে আসেন আজান আওয়াস। তবে উইকেটে থিতু হওয়ার আগেই তাকে সাজঘরের পথ দেখান বর্ষণ। এরপর ক্রিজে আসেন পাকিস্তানের অধিনায়ক সাঈদ বেগ। দুর্দান্ত থ্রোতে তাকে রান আউট করেন আরিফুল ইসলাম।
সাঈদের বিদায়ের পরেই উইকেট বিলিয়ে দেন পাকিস্তান ওপেনার শাহজাইব খান (২৬)। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন হারুণ রশীদও (৭)।
দলীয় শতরানের আগেই ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাবর-রিজওয়ানের উত্তরসূরীরা। তবে আসছান্দকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন মিনহাজ। আসছান্দ ৪ ও মিনহাজ ৮ রানে ব্যাটিং করছেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :