AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেটকে হারিয়ে শীর্ষে রংপুর


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১০:২৬ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
সিলেটকে হারিয়ে শীর্ষে রংপুর

নিজেদের মাঠে সিলেট স্ট্রাইকার্সের রান যখন ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭, তখন বেশিরভাগ দর্শকই গ্যালারি ছেড়েছেন। কিছুক্ষণ পরেই নীরবতা নেমে আসবে এই মাঠে। সিলেটের দর্শকদের সেই নীরবতার ভাষা হয়তো আরও গভীর। একের পর এক হারের সাক্ষী হয়েছেন তারা। যেখানে শেষটাতেও লাক্কাতুরায় মোহাম্মদ মিঠুনদের দেখতে হয়েছে আরেকটি হার।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সিলেট পর্বের শেষ ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান করে রংপুর। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৬.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৫ রান করে সিলেট। তাতে ৭৭ রানের জয় পায় রংপুর।

ম্যাচটিতে রংপুরের তারকা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে সফল হয়েছেন। প্রথম ওভারেই তিনি তুলে নেন মেডেন উইকেট। নিজের দ্বিতীয় ওভারে মাত্র ১ রান দিয়ে আরও একটি উইকেট তুলে নেন। পরের ২ ওভারে অবশ্য আর কোনো উইকেট পাননি। ৪ ওভারে তিনি ১৮ রান দিয়ে দলের জয়ে অবদান রাখেন।

চলতি বিপিএলে এটি সিলেটের ষষ্ঠ হার। সাত ম্যাচ থেকে একমাত্র জয়টি এসেছে দুর্দান্ত ঢাকার বিপক্ষে। যেটিকে সিলেটের অধিনায়ক ‘প্রথমত স্বস্তির এবং দ্বিতীয়ত আফসোসের’ বলে উল্ল্যেখ করেছিলেন। ১২ ম্যাচের মধ্যে ৬টিতে হারের পরে সিলেটের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। কেবল কাগজে-কলমের হিসাবটা এখন বাকি রয়েছে। ফলে হারের ক্ষতের মাঝে ওই একটি জয় ‘স্বস্তি’র বলা ছাড়া উপায় নেই।

এ দিন বাবর আজম ও অধিনায়ক নুরুল হাসান সোহানের রানে ভর করে ১৬২ রানের সংগ্রহ গড়ে রাইডার্স বাহিনী। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান এসেছে পাকিস্তানি তারকা বাবরের ব্যাট থেকে। আর সিলেটের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন সামিত প্যাটেল ও হ্যারি টেক্টর।

১৬৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারানোর মিছিলে নাম লেখায় সিলেট। দলের হয়ে কেউ থিতু হতে পারেননি উইকেটে। শেষ দিকে রায়ান বার্ল কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও সেটি হারের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে লাগেনি। বার্ল শেষ পর্যন্ত ৩২ বলে ৪৩ রান করে আউট হয়েছেন।

বিপিএলে সিলেট পর্বে দর্শকদের একটাই আফসোস, গতবারের ফাইনালিস্ট দলটির একের পর এক হার দেখতে হয়েছে। তবুও তারা মাঠে এসেছেন এবং আবারও হারের হতাশা নিয়ে ফিরেছেন। এমনকি লাক্কাতুরায় শেষ ম্যাচটিতেও হার দেখেছেন তারা। তবে সিলেটের হারের বিষয়টি বাদে বেশ রঙিন ক্রিকেট উপহার দিয়েছে ‘দুটি পাতা একটি কুঁড়ির দেশ’। বেশিরভাগ দলই এখানে রান পেয়েছে এবং উইকেটের প্রশংসা করেছে। সিলেট পর্ব শেষে বিপিএল এবার গড়াবে মিরপুরে। আগামী ৬ ফেব্রুয়ারি দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে আবারও শুরু হবে ঢাকা পর্ব।

 

একুশে সংবাদ/য.ট.প্র/জাহা

Link copied!