AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্জয়ের দুই যুগ পুরোনো রেকর্ড ভাঙলেন প্রোটিয়া অধিনায়ক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৩৩ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
দুর্জয়ের দুই যুগ পুরোনো রেকর্ড ভাঙলেন প্রোটিয়া অধিনায়ক

বাংলাদেশ  ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়ের চব্বিশ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার নেইল ব্র্যান্ড। তিনি বাংলাদেশের হয়ে ২০০০ সালে টেস্ট অভিষেকে ভারতের বিপক্ষে  ১৩২ রান খরচ করে ৬ উইকেট শিকার করেছিলেন। যা অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে এখনও সেরা বোলিং ফিগার ছিল। এবার ১১৯ রানে ৬ উইকেট নিয়ে সেই রেকর্ড ভেঙেছেন নেইল ব্র্যান্ড।

সোমবার (৫ ফেব্রুয়ারি) মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছেন তিনি। অবশ্য তার দলের অবস্থা ভীষণই বেহাল। নিউজিল্যান্ডকে ৫১১ রানে অলআউট করতে ব্র্যান্ড ১১৯ রানে পান ৬ উইকেট। এমনিতে তিনি নিয়মিত স্পিনার নন। প্রথম শ্রেণিতেও তার ৫ উইকেট নেই।

ফ্র্যাঞ্চাইজি আসর এসএ টি-টোয়েন্টি লিগের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এক ঝাঁক আনকোরা খেলোয়াড় পাঠিয়ে সমালোচিত হয় দক্ষিণ আফ্রিকা। এরপরই ব্র্যান্ডকে করা হয় অধিনায়ক, যার নিজেরই টেস্ট খেলার কোনো অভিজ্ঞতা ছিল না। তবে অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন এই প্রোটিয়া ক্রিকেটার।

১৪৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে দুর্জয় ও ব্র্যান্ড ছাড়া অধিনায়ক হিসেবে অভিষেকে ৬ উইকেট নেই আর কারো। দুর্জয় লোয়ার অর্ডার ব্যাটার হলেও ব্র্যান্ড একদম ওপেনার। টুকটাক বোলিং করার অভিজ্ঞতা থেকে টেস্টে বল হাতে নিয়ে গড়ে ফেললেন ইতিহাস।

এই ম্যাচে নেইল ছাড়া আরও পাঁচ ক্রিকেটারের অভিষেক হয়েছে এই ম্যাচে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে খাবি খাচ্ছে দক্ষিণ আফ্রিকা। কেইন উইলিয়ামসনের সেঞ্চুরি ও রাচিন রবিন্দ্রের ২৪০ রানে ভর করে রানের পাহাড়ে যাওয়া স্বাগতিকদের জবাব দিতে পারছে না তারা। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ৭৪ রানেই ৪ উইকেট পড়ে যায় তাদের। বোলিং হিরো ব্র্যান্ড ব্যাট হাতে করেন ৪ রান।

 

একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

 

Link copied!