চোখের সমস্যা নিয়েই দশম বিপিএলে খেলছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে অবশ্য নিজের সবশেষ ইনিংসে রান পেয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। সেই সঙ্গে বাইশ গজের ক্রিকেটেও ধারাবাহিক হবেন তিনি।
এরই মধ্যে গুঞ্জন, ঘরের মাঠে শ্রীলংকা সিরিজে খেলবেন না সাকিব। এই গুঞ্জনের ডালপালাও মেলেছে বেশ। তবে বিষয়টি শোনার পরেই খানিকটা বিরক্ত হয়েছেন সাকিব।
শুক্রবার এক বাণিজ্যিক অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘গুঞ্জন গুঞ্জনই থাকতে দেন। আর না হলে আপনি বের করেন খুঁজে কে বলছে। তাকে জিজ্ঞেস করেন। আমি কি বলেছি কাউকে?’ সাকিবের প্রশ্নের জবাবে সাংবাদিক বলেন, ‘সেটাই জানতে চাচ্ছি।’
এরপর সাকিব বলেন, ‘আপনি মাত্র কি বললেন। আমি কি বলেছি কখনও চাচ্ছি বা চাচ্ছি না। ’ তখন শোনার কথা বলা হলে সাকিব বলেন, ‘কোথা থেকে শুনেছেন। আশেপাশের কে? যার কাছে শুনেছেন তাকে জিজ্ঞেস করেন। আমি যদি বলতাম খেলতে চাই অথবা খেলতে চাই না; তখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন।’
পরে অন্য প্রশ্নের জবাবে এই অলরাউন্ডার বলেন, ‘শ্রীলংকা সিরিজ নিয়ে এখনো কোনো পরিকল্পনা হয়নি। বিপিএল চলছে। এটা নিয়েই ফোকাস করছি। চেষ্টা করছি কীভাবে দলের জন্য অবদান রাখতে পারি। ’
আগামী পহেলা মার্চ বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সেদিনই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল। লঙ্কানদের বিপক্ষে শুরুতে হবে টি-২০। ৪, ৬ ও ৯ মার্চের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম ম্যাচ, শেষটি হবে দুপুর ৩টায়।
এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ১৩, ১৫ ও ১৮ মার্চ হবে ম্যাচগুলো।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :