দিনের শুরুতে সেভিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে হতাশ করেছে এ্যাথলেটিকো।সেভিয়ার বিপক্ষে এ্যাথলেটিকো মাদ্রিদ কোন প্রতিরোধই গড়তে পারেনি। এনিয়ে এবারের মৌসুমে প্রথমবারের মত টানা দুই ম্যাচে জয়ী হয়ে রেলিগেশন জোন থেকে চার পয়েন্ট উপরে থেকে ১৫তম স্থানে উঠে এসেছে সেভিয়া।
১৫ মিনিটে ইসান রোমেরো সেভিয়াকে এগিয়ে দিয়েছিলেন। সেই গোল আর পরিশোধ করতে পারেনি এ্যাথলেটিকো। এই পরাজয়ে রিয়াল মাদ্রিদের থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে গেছে দিয়েগো সিমিওনের দল। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা ধরে রাখাই এখন তাদের জন্য কষ্ট সাধ্য হয়ে গেছে।
এ্যাথলেটিকো কোচ সিমিওনে বলেছেন, ‘আমরা যেভাবে খেলি সেটা করতে না পারলে বিষয়টা আমাকে দু:শ্চিন্তায় ফেলে। খেলোয়াড়রা যেভাবে খেলেছে তাতে আমি সন্তুষ্ট, তবে গোল হজম করা ঠিক হয়নি।’
ইনজুরির কারনে এ্যাথলেটিকো ফরোয়ার্ড আলভারো মোরাতা বিরতির পর আর মাঠে নামতে পারেননি। যদিও সিমিওনে ম্যাচ শেষে বলেছেন মোরাতার হাঁটুর ইনজুরি ততটা গুরুতর নয় বলেই ধারনা করা হচ্ছে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :