AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধান নির্বাচক হয়ে লিপু যা বললেন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:৫৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
প্রধান নির্বাচক হয়ে লিপু যা বললেন

জাতীয় দলের নির্বাচক প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেয়াদ পূর্ণ করা মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমনকে নতুন করে আর দায়িত্ব দেওয়া হয়নি।নান্নুর স্থলাভিষিক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু। এদিকে নান্নু এবং হাবিবুল বাশার দায়িত্ব থেকে অব্যাহতি পেলেও নির্বাচক প্যানেলে বহাল রয়েছেন আব্দুর রাজ্জাক। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন হান্নান সরকার।

সোমবার বোর্ড সভাশেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার আগে বিসিবির পরিচালনা কমিটিতে ছিলেন। এছাড়া তিনি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

প্রথমবারের মতো প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার বিষয়টি বিসিবি বসের কলে জানতে পেরেছিলেন লিপু। অবশ্য আগেই প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব গেছে তার কাছে। তাতে তার সম্মতি  পাওয়ার পরই বোর্ড এই সিদ্ধান্ত নেয়।

প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার পর দেশের একটি গণমাধ্যমকে লিপু বলেন, ‘আমার জন্য সম্পূর্ণ নতুন একটা ভূমিকা। এর আগেও প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু ব্যক্তিগত কারণে প্রস্তাবটা গ্রহণ করতে পারিনি। এবার যখন বিসিবি থেকে প্রস্তাব পেলাম, মনে হলো আমার জন্য নতুন কিছু করার সুযোগ। প্রস্তাবটা গ্রহণ করি।’

এই  দায়িত্বের নিজের চ্যালেঞ্জ নিয়ে তিনি আরো বলেন, ‘সব দায়িত্বেই কোনো না কোনো চ্যালেঞ্জ থাকে। এখানেও থাকবে স্বাভাবিক। তবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করার মধ্যেই আনন্দ বেশি থাকে। আশা করি যারা আমার সঙ্গে কাজ করবেন তাদের সঙ্গে আমি ভালোভাবেই আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারব।’

একুশে সংবাদ/এস কে

Link copied!