হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরির কারনে মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে গেছেন এ্যাস্টন ভিলার ফরাসি মিডফিল্ডার বুবাকার কামারা। রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে কামারা ইনজুরিতে পড়েন। এক বিবৃতিতে এ্যাস্টন ভিলার পক্ষ থেকে ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২৪ বছর বয়সী এই মিডফিল্ডারের ইনজুরির মাত্রা বেশ গুরুতর। যে কারনে ফ্রান্সের ইউরো ২০২৪ দলেও তার থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। হাঁটু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে কামারার পরিস্থিতি আরো ভালভাবে রিভিউ করা হবে বলে ভিলা বিবৃতিতে জানিয়েছে।
সম্প্রতি বাজে ফর্মের কারনে ভিলার সময়টা ভাল যাচ্ছেনা। আর সেই সময় কামারার ইনজুরি নতুন করে ভিলাকে দু:শ্চিন্তায় ফেলেছে। উনাই এমেরির অধীনে ক্লাবের পুনরুত্থানে কামারার বড় ভূমিকা রয়েছে। ২০২২ সালে মার্সেই থেকে ফ্রি ট্রান্সফারে তিনি প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন। প্রিমিয়ার লিগে এই মুহূর্তে পঞ্চম স্থানে রয়েছে এমেরির দল। সব ধরনের প্রতিযোগিতায় শেষ ছয় ম্যাচে ভিলা মাত্র একটিতে জয়ী হয়েছে। চতুর্থ স্থানে থাকা টটেনহ্যামের থেকে ভিলা মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে। শীর্ষ চারে থাকতে পারলে ১৯৮২ ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ মিলবে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :