২০২৪ প্যারিস অলিম্পিকের স্বর্ণ ও ফ্রেঞ্চ ওপেনের শিরোপার মধ্যে কোনটিকে এগিয়ে রাখবেন, স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজের কাছে এমন প্রশ্ন করলে তিনি জানান এক্ষেত্রে তিনি স্বর্ণ পদককেই বেছে নিবেন।
২০২২ সালে ইউএস ওপেন ও ২০২৩ সালে উইম্বলডন বিজয়ী ২০ বছর বয়সী আলকারাজকে বুয়েন্স আয়ার্সে শুরু হতে যাওয়া আর্জেন্টাইন ওপেনের আগে এ প্রশ্ন করা হলে আলকারাজ এমন মন্তব্য করেছেন। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনায় কোর্টে নামতে যাচ্ছেন আলকারাজ।
এ সম্পর্কে এই স্প্যানিয়ার্ড বলেছেন, ‘এবারের মৌসুমে আমার সামনে যদি যেকোন একটি লক্ষ্যকে বেছে নিতে বলা হয় তবে রোলা গাঁরো নয় বরং অলিম্পিক স্বর্ণকে বেছে নিব।’
আগামী ২০ মে থেকে ৯ জুন ফ্রেঞ্চ ওপেন অনুষ্ঠিত হবে। অন্যদিকে রোলা গাঁরোর একই ভেন্যুতে ২৭ জুলাই থেকে ৪ আগস্ট অলিম্পিকের টেনিস ইভেন্ট অনুষ্ঠিত হবে।
আলকারাজ বলেন, ‘আমি এই মুহূর্তে দারুন ফর্মে আছি। অস্ট্রেলিয়ায় আমি ভাল খেলেছি। ক্লে কোর্টে টেনিস খেলতে আমি সবসময়ই পছন্দ করি।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :