AB Bank
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাদারফোর্ড-রাসেলের ব্যাটিংয়ে হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৫০ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
রাদারফোর্ড-রাসেলের ব্যাটিংয়ে হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

শেরফানে রাদারফোর্ড ও আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৩৭ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এই জয়ে হোয়াইটওয়াশ এড়িয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলো দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এবারের অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট ১-১ সমতায় শেষ করতে পারলেও, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় ওয়েস্ট ইন্ডিজ।

পার্থে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষে খেলতে নামা ম্যাচে  টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ১৭ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে ক্যারিবীয়রা। জনসন চার্লসকে ৪ ও কাইল মায়ার্সকে ১১ রানে আউট করেন পেসার জাভিয়ার বার্টলেট। নিকোলাস পুরানকে ১ রানে শিকার করেন আরেক জেসন বেহরেনডর্ফ।

চতুর্থ উইকেটে ৩০ বলে ৫৫ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে বিপদমুক্ত করেন রোস্টন চেজ ও অধিনায়ক রোভম্যান পাওয়েল। অষ্টম ওভারে চেজকে থামিয়ে অস্ট্রেলিয়াকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার এডাম জাম্পা। ২০ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৭ রান করেন চেজ।

পরের ওভারে পেসার অ্যারন হার্ডির শিকার হন ৩টি চারে ১৪ বলে ২১ রান করা পাওয়েল।

পরপর দুই ওভারে দুই সেট ব্যাটারকে হারিয়ে ৫ উইকেটে ৭৯ রানে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। এ অবস্থায় জুটি বাঁধেন শেরফানে রাদারফোর্ড ও আন্দ্রে রাসেল। উইকেটে সেট হতে সময় না নিয়ে মারমুখী ব্যাটিং শুরু করেন রাসেল-রাদারফোর্ড। এতে ১৬তম ওভারে দেড়শতে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। ৩৩ বলে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রাদারফোর্ড।

১৯তম ওভারে জাম্পার বলে চার ছক্কা ও ১টি চারে ২৮ রান তুলেন রাসেল। একই  ওভারে টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরি করেন রাসেল।  একজন্য  ২৫ বল খেলেছেন তিনি।রাদারফোর্ড-রাসেলের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ২২০ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় রান ওয়েস্ট ইন্ডিজের।

৪টি চার ও ৭টি ছক্কায় ২৯ বলে ৭১ রান করে রাসেল আউট হলেও ৫টি করে চার-ছক্কায় ৪০ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন রাদারফোর্ড। অস্ট্রেলিয়ার বার্টলেট ২ উইকেট নেন।২২১ রানের টার্গেটে খেলতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ২৫ বলে টি-টোয়েন্টিতে ২৬তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তিনি।

সপ্তম ওভারে ওপেনার ও অধিনায়ক মিচেল মার্শকে ১৭ রানে থামিয়ে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন। ওয়ার্নারের সাথে ৩৯ বলে ৬৮ রান যোগ করেন মার্শ।মার্শ ফেরার পর হার্ডিকে নিয়ে ৩৬ বলে ৪৬ রান যোগ করেন ওয়ার্নার। ১৩তম ওভারে হার্ডিকে ১৬ রানে বিদায় করেন শেফার্ড। পরের ওভারে ওয়ার্নার ও জশ ইংলিশকে থামিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে রাখেন চেজ। ৯টি চার ও ৩টি ছক্কায় ৪৯ বলে ওয়ার্নার ৮১ রানে আউট হন।

আগের ম্যাচে রেকর্ড সেঞ্চুরি করা গ্লেন ম্যাক্সওয়েলকে ১৪ বলে ১২ রানের বেশি করতে দেননি শেফার্ড। ম্যাক্সিকে ফিরিয়ে ম্যাচের লাগাম টেনে ধরে ওয়েস্ট ইন্ডিজ।

ইনিংসের শেষ দিকে টিম ডেভিডের ২টি চার ও ৪টি ছক্কায় ১৯ বলে অনবদ্য ৪১ রানেও অস্ট্রেলিয়া হার এড়াতে পারেনি। ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করে অসিরা। ওয়েস্ট ইন্ডিজের শেফার্ড ও চেজ ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন রাসেল ও সিরিজ সেরা হন ওয়ার্নার।

 

একুশে সংবাদ/এস কে

Link copied!