চট্টগ্রামে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম পর্ব। যেখানে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। এ ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন রংপুরের সাকিব আল হাসান।জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.৪ ওভারে দুই উইকেটে ৮৫ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স।
আজ টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। অবশ্য শুরুতেই ধাক্কা খায় দলটি। দুই ওপেনার ফেরেন দ্রুত। লুক উডের বলে পরাস্ত হওয়ার আগে রনি তালুকদার ৫ ও রেজা হেনড্রিকস ৪ রান করেন।
শুরুতে দুই ওপেনারকে হারালেও পাল্টা আক্রমণে দলকে এগিয়ে নিতে থাকেন সাকিব আল হাসান। নাসুম আহমেদের করা ইনিংসের ষষ্ঠ ওভারে তিন ছক্কা আর দুই চারে ২৬ রান আনেন তিনি। এর আগে-পরেও ব্যাট হাতে ঝড় তোলেন তিনি।
সেই ফলশ্রুতিতে মাত্র ২০ বলে ফিফটির দেখা পান সাকিব। যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দ্রুততম ফিফটি। অন্যপ্রান্তে মাহেদী হাসানও তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন। এ অলরাউন্ডার ১৬ ও সাকিব ৫২ রানে ব্যাট করছেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :