AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইভরি কোস্টের খেলোয়াড়রা বোনাসের সাথে পেলেন বাড়ি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:১৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
আইভরি কোস্টের খেলোয়াড়রা বোনাসের সাথে পেলেন বাড়ি

সম্প্রতি আফ্রিকান নেশন্স কাপ বিজয়ী স্বাগতিক আইভরি কোস্টের খেলোয়াড় ও কোচ এমাস ফায়েকে প্রেসিডেন্সিয়াল সেরেমনিতে পুরস্কার হিসেবে বোনাস ও বাড়ি  উপহার দেয়া হয়।রোববার ফাইনালে ফেবারিট নাইজেরিয়াকে ২-১ গোলে পরাজিত করে তৃতীয়বারের মত মহাদেশীয় এই ফুটবল শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় আইভরি কোস্ট।

শিরোপা জেতা দলটির প্রতিটি সদস্যকে ৫০ মিলিয়ন সিএফএ ফ্রাংক (৮২,১৫২ মার্কিন ডলার) করে দেয়া হয়েছে। সাথে ছিল প্রত্যেকের জন্য সমমূল্যের একটি করে বাড়ি।

ইকুয়েটোরিয়াল গিনির কাছে গ্রুপ পর্বে ৪-০ গোলে বিধ্বস্ত হবার পর টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছিল স্বাগতিকরা। তখনই ফরাসি কোচ জিন-লুইস-গাসেটকে বরখান্ত করে তার স্থানে ফায়েকে নতুন কোচের দায়িত্ব দেয়া হয়। ফায়ের পরিকল্পনায় বদলে যাওয়া ঈগলসরা শেষ পর্যন্ত দুর্দান্তভাবে ঘুড়ে দাঁড়িয়ে শিরোপা জয় করে। সে কারনে কোচ ফায়েকে বোনাস হিসেবে ১০০ মিলিয়ণ সিএফএ ফ্রাংক দেয়া হয়েছে।

আইভরিয়ান প্রেসিডেন্ট আলানাসে ওটারা বলেছেন, ‘তুমি সব আইভরিয়ানদের মধ্যে আনন্দ উপহার দিয়েছো। বিষয়টি সত্যিই দারুন।’

আর্থিক পুরস্কার ছাড়াও দেশের সর্বোচ্চ পাবলিক ডিস্টিংশন ন্যাশনাল অর্ডার প্রদান করা হয়েছে প্রতিটি খেলোয়াড়কে।

 

একুশে সংবাদ/এস কে

Shwapno
Link copied!