বিপিএলে আসার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার খেলা ছাড়ার পর নাম কুড়িয়েছেন ধারাভাষ্যে। বিশ্বব্যাপী আছে তার ব্যাপক চাহিদা। এবারের বিপিএলে ধারাভাষ্যকার হিসেবে রমিজ রাজার আসার কথা আগেই জানিয়েছিল বিসিবি।
ঢাকার দুই পর্ব এবং সিলেট পর্ব শেষ হলেও দেখা মেলেনি রমিজের। অন্যদিকে, পাকিস্তানে শুরু হতে যাচ্ছে পিএসএলও। সবমিলিয়ে, রমিজ রাজা বিপিএলে আসবে কিনা সেই সংশয়ও জেগেছিল। অবশেষে সকল সংশয় দূর করে রমিজ নিজেই জানিয়েছেন, পিএসএল শুরু হলেও বিপিএলেই আসবেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা টুইট বার্তায় রমিজ রাজা জানান, পিএসএল নয়, আপাতত বিপিএলকেই সময় দেবেন তিনি। বাংলাদেশের সঙ্গে আগে চুক্তি করে ফেলায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিপিএল শেষ হবে আগামী ১ মার্চ, সেটি শেষ করে ২ মার্চ থেকে পিএসএলে যোগ দেবেন রমিজ রাজা।
এক্সে (সাবেক টুইট) এক বার্তায় তিনি লেখেন, ‘পিএসএলে ফিরে আসার শুভকামনা জানানোয় সবাইকে ধন্যবাদ। আমি উচ্ছ্বসিত। আমি ইতোমধ্যে বিপিএলের সঙ্গে চুক্তি করে ফেলেছি, তাই পিএসএলে যোগ দিব রাওয়ালপিন্ডির শেষ পর্বে। আশা করছি দারুণ একটা টুর্নামেন্ট হবে।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :