বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলছে চট্টগ্রাম পর্ব। যেখানে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও দুর্দান্ত ঢাকা। ব্যাট-বল দুই দিকেই ঢাকাকে নাস্তানাবুদ করে বড় ব্যবধানে জিতেছে বরিশাল।জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ছয় উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। জবাবে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৫৯ রানের বেশি করতে পারেনি ঢাকা। বরিশালের জয় ২৭ রানে।
এদিন রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে ঢাকা। অ্যালেক্স রস ছাড়া কেউই ক্রিজে টিকতে পারেননি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন শন উইলিয়ামস। যা ঢাকার ব্যাটিং দৈন্যতার প্রমাণ।
বলা যায় ঢাকার ইনিংস একা হাতে টেনেছেন রস। তার কল্যাণেই সম্মানজনক পরাজয় বরণ করে তাসকিনের দল। রস শেষ পর্যন্ত ৪৯ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন। বরিশালের হয়ে সাইফউদ্দিন ও খালেদ তিনটি করে উইকেট নেন।
এর আগে আজ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। উদ্বোধনী জুটিতে দলকে দারুণ সূচনা এনে দেন তিনি ও আহমেদ শেহজাদ। ২৪ রানে শেহজাদ ফিরলে ভাঙে ৭৬ রানের জুটি।
সৌম্য সরকার ২৮ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১৩ রানের বেশি করতে পারেননি। তবে সতীর্থদের যাওয়া আসার মিছিলের মাঝে আক্রমণাত্মক ক্রিকেটে ৩৪ বলে অর্ধশতকে পৌঁছান তামিম। সাজঘরে ফেরার আগে ৪৫ বলে ৭১ রান করেন তিনি।
শেষদিকে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন বরিশালের ব্যাটাররা। মোহাম্মদ সাইফউদ্দিনের ২৩ রানের অপরাজিত ক্যামিওতে বরিশালের বড় সংগ্রহ নিশ্চিত হয়। ঢাকার হয়ে আলাউদ্দিন বাবু তিনটি, তাসকিন দুটি এবং শরিফুল একটি করে উইকেট নেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :