আগামীকাল শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। ইতিমধ্যেই, দুই দল জিতে নিয়েছে একটি করে ম্যাচ। অর্থাৎ সিরিজের ফলাফল ১-১। সুতরাং এখনও যে সিরিজ দখলের দরজা দুই দলের কাছেই খোলা, তা পুরোপুরি স্পষ্ট। রোহিত শর্মা ও বেন স্টোকস দুজনেই নিজেদের দল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা নেটে অনুশীলন করছেন এবং ব্যস্ত রেখেছেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে।
তবে ম্যাচ শুরুর আগে, সোমবার টিম ইন্ডিয়ার তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করলেন, যা দেখার পর রীতিমত মুগ্ধ হয়ে যায় ভারতীয় ক্রিকেট দলের সমর্থকেরা। তিনি পোস্ট করলেন রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের মিডিয়া বক্সের ছবি। এখানেই শেষ নয় তিনি এটিকে তুলনা করলেন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মিডিয়া বক্সের সঙ্গেও। এরপরেই পড়তে শুরু করে তাঁর ফ্যানেদের থেকে কমেন্টস।
বৃহস্পতিবার, অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি, রাজকোটে খেলা হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই, দলের বেশ কিছু ক্রিকেটারের চোট নিয়ে সমস্যায় পড়েছে রোহিত শর্মারা। তার উপর বাড়তি চাপ হলো টিম ইন্ডিয়ার চেজ মাস্টার বিরাট কোহলির অনুপস্থিতি। সব মিলিয়ে, আসন্ন এই টেস্টের আগে একটু হলেও ব্যাকফুটে `মেন ইন ব্লু`।
তবে সোমবার, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি, টিম ইন্ডিয়ার স্পিন তারকা রবিচন্দ্রন অশ্বিন নিজের এক্স হ্যান্ডেল থেকে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের মিডিয়া বক্সের ছবি পোস্ট করেন এবং তুলনা করেন লর্ডসের মিডিয়া বক্সের সঙ্গে। নিমিষেই এটি ভাইরাল হয়ে যায় চারিদিকে এবং অশ্বিন ভক্তরাও সহমত জানান তাঁর সাথে। সকলেরই বক্তব্য যে পুরোপুরি মিল আছে লর্ডসের মিডিয়া বক্সের সঙ্গে। আবার অনেক ক্রিকেটপ্রেমী অশ্বিনকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন ৫০০ উইকেটের জন্য। সব মিলিয়ে, এই ছবি দৃষ্টি আকর্ষণ করেছে ক্রিকেটপ্রেমীদের।
উল্লেখ্য, দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া তোলে ৩৯৬ রান। ওপেনার যশস্বী জসওয়াল করেন ২০৯। জবাবে লিড নেওয়ার লক্ষ্যে নেমে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৫৩ রানে। দলের হয়ে জ্যাক ক্রলি করেন সর্বোচ্চ ৭৬ রান। ভারতীয় বোলারদের মধ্যে ৬টি উইকেট তোলেন জসপ্রীত বুমরাহ। ১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত অলআউট হয়ে যায় ২৫৫ রানে। শুভমন গিল করেন ১০৪। ৩৯৯ রানের মত বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বেন স্টোকসরা নিজেদের সবকটি উইকেট হারান ২৯২ রানে। এবারও বল হাতে দাপট দেখান বুমরাহ। তিনি নেন তিনটি উইকেট। এছাড়া রবিচন্দ্রন অশ্বিনও নেন তিনটি উইকেট। ম্যাচের সেরা ঘোষণা করা হয় বুমরাহকে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :