AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, বিনা উইকেটে ২৫৮ রান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৪৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, বিনা উইকেটে ২৫৮ রান

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টি-টোয়েন্টির জনপ্রিয়তা। প্রায় সবগুলো অঞ্চলেই হচ্ছে নানা আয়োজন। আর এইসব আয়োজনে রেকর্ড হচ্ছে অহরহ। এবার টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড গড়লো ক্রিকেটের নবাগত দল জাপান। বিনা উইকেটে ২৫৮ রান তুলে বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন জাপানের দুই ওপেনার লাচলান ইমামোতো লাকে ও কেন্দেল কাদোওয়াকি ফ্লেমিং।আন্তর্জাতিক ক্রিকেটে বিনা উইকেটে পুরো ইনিংস খেলার রেকর্ড এর আগে ছিল কেবল একটি।

প্রথমবার এমন রেকর্ড হয়েছিল ২০২২ সালে ছয় দল নিয়ে আয়োজিত টুর্নামেন্ট ভাল্লেত্তা কাপে। বুলগেরিয়ার বিপক্ষে জিব্রাল্টারের দুই ওপেনার অবিনাশ পাই ও লুইস ব্রুস অবিচ্ছিন্ন ২১৩ রানের জুটি গড়েছিলেন। এবার সেই রেকর্ডে ভাগ বসালো জাপান।

হংকংয়ে বসেছে তিন দল হংকং, জাপান ও চীনকে নিয়ে ‘ইস্ট এশিয়া কাপ’। বিশ ওভারের এই টুর্নামেন্টকে আন্তর্জাতিক হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি। আর তাতেই বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চীনের বিপক্ষে উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন ২৫৮ রান তুলেছেন জাপানের লাকে ও ফ্লেমিং।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই এখন যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। আগের সর্বোচ্চ ছিল আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও উসমান গনির। দেরাদুনে ২০১৯ সালে উদ্বোধনী জুটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের জুটি গড়েছিলেন তারা।

উদ্বোধনী জুটির রেকর্ড ছাড়াও আরও কয়েকটি রেকর্ড হয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ নিয়ে দ্বিতীয়বার কোনো দলের দুই ওপেনারই ইনিংসে শতক পেলেন। এর আগে একই ইনিংসে শতক করেছিলেন চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজি ও ডাইলান স্টেইন। ২০২২ সালে বুলগেরিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন তারা।

এই ম্যাচে জাপানের লাকে-ফ্লেমিং জুটি ছক্কা মেরেছেন ২৩টি। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে ২০২৩ সালে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ঝড় তুলে নেপালের ব্যাটসম্যানরা মেরেছিলেন সর্বোচ্চ ২৬টি ছক্কা।

ম্যাচে লাকের ৮ চার ও ১২ ছক্কায় ৬৮ বলে ১৩৪ এবং ফ্লেমিংয়ের ৩ চার ও ১১ ছক্কায় ৫৩ বলে ১০৯ রানে ভর করে ২০ ওভারে ২৫৮ রানের পাহাড় দাঁড় করা জাপান। জবাব দিতে নেমে ১৬.৫ ওভারে ৭৮ রানে গুটিয়ে যায় চীন, হেরেছে ১৮০ রানে। ম্যাচসেরার পুরস্কার দুজনকেই যৌথভাবে দেওয়া হয়।

একুশে সংবাদ/এস কে 

Link copied!