রাজকোট টেস্টের আগে পর্যন্ত ৯৭টি টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের উইকেট সংখ্যা ছিল ৪৯৯। ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন ছিল আর ১টি উইকেট। শুক্রবার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ডের প্রথম উইকেট তুলে নিয়ে অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অশ্বিন।
ইংল্যান্ডের ইনিংসের ১৩.১ ওভারে অশ্বিনের বলে জ্যাক ক্রলি ক্যাচ তোলেন। রজত পতিদার সেই ক্যাচ তালুবন্দি করতেই নতুন মাইলফলকে পৌঁছে যান অশ্বিন। ভারতের দ্বিতীয় এবং বিশ্বের নবম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন। তাঁর আগে এই কৃতিত্ব অনিল কুম্বলে (৬১৯) ছাড়াও রয়েছে মুথাইয়া মুরলিথরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮), জেমস অ্যান্ডারসন (৬৯৬), স্টুয়ার্ট ব্রড (৬০৪), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), কোর্টনি ওয়ালশ (৫১৯) এবং নাথান লিয়নের (৫১৭)।
দ্রুততম ভারতীয় বোলার হিসেবে অশ্বিন ৫০০ টেস্ট উইকেট নেওয়ার নজির স্পর্শ করলেন। এর আগে অনিল কুম্বলে ১০৫ ইনিংসে ৫০০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। সেখানে অশ্বিন ৯৮ ইনিংসেই এই মাইলস্টোন স্পর্শ করে ফেললেন। শুধু ৫০০ উইকেট নেওয়ার ক্ষেত্রেই নয়, অশ্বিন ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম ১০০, ১৫০, ২০০, ২৫০, ৩০০, ৩৫০, ৪০০, ৪৫০ টেস্ট উইকেট নেওয়ারও নজির গড়েছেন।
তবে বিশ্ব ক্রিকেটের ক্ষেত্রে অশ্বিনের আগে দ্রুততম পাঁচশো উইকেট নেওয়া বোলার হলেন মুথাইয়া মুরলিথরন। মুরলি মাত্র ৮৭ ইনিংসে ৫০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছিলেন। সেখানে ১১টি ইনিংস বেশি নিয়েছেন অশ্বিন। তিনি ৯৮ ইনিংসে ৫০০ উইকেট নিয়ে এই তালিকায় মুরলির পর দুইয়ে জায়গা করে নিয়েছেন। তিনে রয়েছেন অনিল কুম্বলে। চারে রয়েছেন শেন ওয়ার্ন। তিনি ১০৮ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন। এর পর রয়েছেন গ্লেন ম্যাকগ্রা (১১০ ইনিংস), নাথান লিয়ন (১২৩ ইনিংস), কোর্টনি ওয়ালশ (১২৯ ইনিংস), জেমস অ্যান্ডারসন (১২৯ ইনিংস) এবং স্টুয়ার্ট ব্রড (১৪০ ইনিংস)।
এখানেই শেষ নয়, টেস্ট ক্রিকেটে ৫০০ বা তার বেশি উইকেট নেওয়া নয় জন খেলোয়াড়ের মধ্যে রবিচন্দ্রন অশ্বিনের সেরা স্ট্রাইক রেট সবচেয়ে ভালো। তাঁর স্ট্রাইকরেট ৫১.৪। তিনি এই তালিকায় পিছনে ফেলেছেন গ্লেন ম্যাকগ্রা (৫১.৯), মুরলি (৫৫.০), ব্রড (৫৫.৭), অ্যান্ডারসনকে (৫৬.৭)।
দেশের মাটিতে অশ্বিন ৫৮তম টেস্ট খেলে পেলেন ৩৪৭টি উইকেট। ২৬ বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন অশ্বিন। ছ’বার ম্যাচে ১০টি বা তার বেশি উইকেট রয়েছে অশ্বিনের ঝুলিতে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :