AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাট হাতে বাবরের ইতিহাস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:২৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
ব্যাট হাতে বাবরের ইতিহাস

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নমব আসর মাঠে গড়িয়েছে। এই আসরে নিজেদের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ইতিহাস গড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।রোববার (১৮ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামে পেশোয়াড় জালমি। যেখানে ব্যাট হাতে নতুন মাইলফলক স্পর্শ করেছেন বাবর।

পিএসএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক অর্জন করেছেন বাবর আজম। এর আগে, পিএসএলে অন্য কোনো ব্যাটার তিন হাজার রান করতে পারেনি। এমনকি এখন পর্যন্ত আড়াই হাজার রানের মাইলফলকও কেউ ছুঁতে পারেননি।

বাবরের অসাধারণ কীর্তি অর্জনে তাকে ৮০টিরও বেশি ইনিংস খেলতে হয়েছে। যেখানে তিনি আকর্ষণীয় ৪৪.৮৩ গড়ে মোট রান করেছেন ৩০০৪। তার ব্যাটিং দক্ষতার বিষয়টি তার রেকর্ডেও স্পষ্ট, যার মধ্যে রয়েছে ২৯টি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি।

এদিন ২০৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করার সময় ঝোড়ো ব্যাটিংয়ে ২৯ বলে ফিফটি করেন বাবর। যদিও গ্ল্যাডিয়েটরদের দেওয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় পেশোয়াড় জালমি। ফলে বাবর আজমের দুর্দান্ত পারফরম্যান্স ম্লান হয়ে যায়।

একুশে সংবাদ/এস কে 

Link copied!