চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট সবেমাত্র শেষ হয়েছে রাজকোটে। এই টেস্ট শুরুর আগেই ইংল্যান্ড দল আবুধাবি সফরে গিয়েছিল । সেখান থেকে ফিরে এসে তারা রাজকোটে তৃতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে। এখানেই ইংল্যান্ডের অনুশীলনে দেখা গিয়েছিল এক গুরুত্বপূর্ণ দৃশ্য ।
দুই দিনের অনুশীলনেই বোলিং অনুশীলনও করতে দেখা গিয়েছিল ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে। দ্বিতীয় দিন অনুশীলনে তিনি ২০ মিনিট বোলিংও করেছিলেন। তিন ওভার বোলিং করেছিলেন। তার পরে তাঁকে প্রশ্নও করা হয়েছিল যে, তিনি আদৌও এই সিরিজে বোরিং করবেন কিনা? তাঁর উত্তরে সেই সময়ে স্টোকস জানিয়েছিলেন, যেহেতু ফিজিওকে `পিঙ্কি প্রমিস` করেছেন তিনি, তাই এই সিরিজে বল করার ঝুঁকি একেবারেই নেবেন না। তবে রাজকোট টেস্টের পরেই কিন্তু তিনি অন্য ইঙ্গিত দিয়েছেন। এই সিরিজে বল করার বিষয়ে যে তিনি ভাবনা চিন্তা করছেন, তাঁর ইঙ্গিত দিয়েছেন।
বিষয়টি নিয়ে বলতে গিয়ে স্টোকস বলেছেন, ‘আমি এই বিষয়ে মিথ্যা কথা বলব না। আমি এই বিষয়ে যথেষ্ট ভালো অনুভব করছি (বোলিং ফিটনেসের দিক থেকে)। আমি অনুশীলনে আমার যে প্রথম বলটা করেছি, সেখানে আমি আমার ১০০ শতাংশ দিয়ে বলটা করেছি। হয়তো টেস্টের (পরবর্তী) প্রথম দিন বা দ্বিতীয় দিন বোলিং করতে পারি। ব্যক্তিগত ভাবে আমি এই বিষয়টি নিয়ে একটু তাড়াহুড়া করছি। তবে হ্যাঁ আমি অনেকটাই যে ভালো অনুভব করছি তা বলব। তবে এটাও ঠিক আমার গোটা শরীরকে সেই জায়গায় পৌঁছতে হবে, যেখানে দাঁড়িয়ে আমি বোলিংটা টানা করতে পারব। তাই এই সিরিজেই আমি বোলিং করব কি করব না, সেই বিষয়ে যেমন আমি নাও বলছি না, তেমন আমি হ্যাঁও বলছি না।’
প্রসঙ্গত গত ওয়ানডে বিশ্বকাপের আগে থেকেই বাঁ-হাটুর সমস্যায় ভুগছেন বেন স্টোকস। বিশ্বকাপে খেলতে তিনি তাঁর হাঁটুর অপারেশনও করাননি। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর তিনি হাঁটুর অপারেশন করান। ফলে ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে তিনি আদৌও খেলতে পারবেন কিনা, সেই নিয়ে সন্দেহ ছিল। তবে তিনি আপাতত ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলছেন। এখনও পর্যন্ত বল তিনি করেননি। তবে ব্যাট হাতেও তিনি খুব বেশি উল্লেখযোগ্য কোন পারফরম্যান্স করে উঠতে পারেননি। ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড প্রথম টেস্ট জিতে লিড নিলেও, তিন টেস্টের শেষে আপাতত ২-১ ফলে পিছিয়ে পড়েছে তারা।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :