জিতলেই প্লে-অফের টিকিট পাওয়ার সম্ভাবনা বেঁচে থাকবে। আর হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার তালিকায় নাম তুলবে যে কোনো এক দল। বাঁচা-মরার লড়াইয়ের এমন সমীকরণে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিপিএলের ৩৯তম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে নামবে খুলনা। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। আর খেলা দেখাবে টি-স্পোর্টস ও গাজী টিভি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম দলপতি শুভাগত হোম।
এবারের আসরে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬ ম্যাচ জিতেছে চট্টগ্রাম। এতে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় চার নম্বরে আছে দলটি। আজই খুলনার বিপক্ষে তাদের শেষ ম্যাচ। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচ জেতার কোনো বিকল্প নেই চট্টলার ফ্র্যাঞ্চাইজিটির।
অন্যদিকে, ১০ ম্যাচের মধ্যে ৫ জয় ও ৫ হারে ১০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে খুলনা। তাদের জন্যও চট্টগ্রামের বিপক্ষে জেতার কোনো বিকল্প নেই। আজকের ম্যাচটি খুলনা জিতলে নেট রান রেটে চট্টগ্রামকে পেছনে ফেলবে তারা। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না সেটি বলাই বাহুল্য।
কঠিন সমীকরণের এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে চট্টগ্রাম। আর একাদশে দুই পরিবর্তন এনেছে খুলনা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : জশ ব্রাউন, তানজিদ তামিম, টম ব্রুস (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), সালাউদ্দিন শাকিল, জিয়াউর রহমান, সৈকত আলি, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, রোমারিও শেফার্ড ও বিলাল খান।
খুলনা টাইগার্স একাদশ : এনামুল হক বিজয় (উইকেটকিপার ও অধিনায়ক), শাই হোপ, এভিন লুইস, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, ওয়েইন পারনেল, আরিফ আহমেদ, মুকিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, ওশানে থমাস।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :