জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে আর হারলেই সেরা চারের লড়াইয়ে জায়গা পাওয়া নিয়ে তৈরি হতো শঙ্কা। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যেখানে দলকে জয় এনে দিতে ব্যাট হাতে ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন চট্টগ্রামের ওপেনার তানজিদ তামিম।
ঘরের মাঠ চট্টগ্রামে সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে জেসন হোল্ডারের বলটা একটু সাবধানী হয়েই খেলেন তামিম। রান নিতে গিয়েও থমকে যান। পরের বলেই তুলে নেন বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি। সবধরণের টি-২০ ক্রিকেটে এটিই তার প্রথম শতক। সবমিলিয়ে বিপিএলের ইতিহাসে বাংলাদেশিদের মাঝে তৃতীয় সর্বোচ্চ স্কোরও এটি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। অনেক ভালো একটা ম্যাচ হয়েছে আমাদের। সাথে সাথে আমরা প্লে-অফ নিশ্চিত করেছি এটা সবচেয়ে ভালো বিষয়। দলের সবাইর সাথে কথা হয়েছে সবাই এই জয়টা ভাষা শহীদদের উৎসর্গ করেছে। তো আমরা সবাই অনেক খুশি। যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই জয়টা উৎসর্গ করছি।’
নিজের সেঞ্চুরি ভাগ্নেকে উৎসর্গ করেছেন তামিম, ‘আমার ছোট একটা ভাগ্নে আছে। সবসময় ওর সাথে কথা হয়, ম্যাচের আগের দিন মাঠে আসার আগেও। ছয় বললে ছয় দেখায়, আউট বললে আউট দেখায়। আমার সেঞ্চুরিটা ওকে উৎসর্গ করতে চাই।’
ঘরের মাঠে শ্রীলংকা সিরিজের ওয়ানডে দলে থাকলেও টি-২০ দলে ডাক না পাননি তামিম। বিষয়টি নিয়ে তিনি বলেন,‘`কখনোই আফসোস করি না। তারা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। আমার কাজ রান করা, পারফর্ম করা। আমি সেটাই করে যাব, বাকি সব আল্লাহর ইচ্ছা।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :